Select Page

হিন্দি সিনেমার আমদানিকারক বলেই কি ‘ওরা ৭ জন’-এর ভুল ধরা?

হিন্দি সিনেমার আমদানিকারক বলেই কি ‘ওরা ৭ জন’-এর ভুল ধরা?

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, একই দিনে মুক্তি পেতে যাচ্ছে খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ৭ জন’ ও ভারতীয় হিন্দি ছবি ‘পাঠান’। সেই সময় দেশী সিনেমার ভুল ধরে ট্রেলার শেয়ার করলেন অনন্য মামুন

অনন্য মামুন ও খিজির হায়াত খান

মোটামুটি নানান পর্যায়ে শোরগোল তুলে ও রাজি করিয়ে ‘পাঠান’ আমদানি করছে অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। সেই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত অনন্য মামুন, তিনি নিজেও বেশ কিছু সিনেমার পরিচালক।

‘পাঠান’ মুক্তির প্রক্রিয়ার শুরু থেকে দেশীয় সিনেমা রক্ষায় সোচ্চার খিজির হায়াত খান। সম্ভবত সেই বিষয়টি লক্ষ্য করেই ‘ওরা ৭ জন’ সিনেমায় ব্যবহৃত ঘড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন অনন্য মামুন। আবার চিত্রনাট্যের প্রশংসাও করেছেন। তবে কি সিনেমাটি দেখেছেন তিনি? তাহলে ‘অসাধারণ’ বলা সিনেমার ছোট্ট ভুল নিয়ে ‘খোঁচা’ কেন!

অনন্য মামুন লিখেছেন, “অসাধারণ লোকেশন, অসাধারণ চিত্রনাট্য। ২০২০ সালের ঘড়ি পরে ৭১ সালের ঘটনা নিয়ে নির্মিত সুন্দর একটি চলচ্চিত্র।”

অবশ্য এমন মন্তব্যের বেশ স্বস্তি দেখা যায়নি অনন্য মামুনের পোস্টে। মন্তব্যের ঘরে দেশীয় সিনেমার পেছনে লাগার জন্য অনেকেই বিরক্ত প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলছেন, ঘড়ির মডেল সম্পর্কে অনন্য মামুন অজ্ঞ।

‘ওরা ৭ জন’ মুক্তি পাচ্ছে আগামী ৩ মার্চ। শোনা যাচ্ছে, ভাষার মাস বলে ‘পাঠান’ ফেব্রুয়ারিতে আটকে গেছে। সে হিসেবে ৩ মার্চ মুক্তি পেতে পারে ভারতীয় এ সিনেমা।

এ দিকে অনন্য মামুনের পরপর বেশ কয়েকটি ছবি সেন্সর বোর্ডে সমস্যায় পড়েছে। তার মাঝে সম্প্রতি ‘রেডিও’ নামের সিনেমা ছাড়পত্র। সিনেমাটি নির্মিত হয়েছে ১৯৭১ সালের প্রেক্ষাপটে।


মন্তব্য করুন