Select Page

হিন্দি সিনেমায় নিরব, ভোজপুরিতে মিষ্টি

হিন্দি সিনেমায় নিরব, ভোজপুরিতে মিষ্টি

কয়েকদিন ধরে মুম্বাইয়ে আছেন ঢাকাই সিনেমার নায়ক নিরব। অংশ নিচ্ছেন নিজের প্রথম হিন্দি সিনেমা ‘শয়তান’র প্রচারণায়।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিলে বলিউডে নিজের প্রথম সিনেমা মুক্তি পেতে পারে বলে জানান নিরব। ‘শয়তান’ এ নিরবের নায়িকা কবিতা রাধেশ্যাম। তাকে দেখা যাবে নিরবের স্ত্রীর ভূমিকায়। মনোবিজ্ঞানী চরিত্রে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মীরা খানকে।

এদিকে ‘তুই আমার রানি’ ও ‘আমার প্রেম তুমি’ নামে দুটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেন মিষ্টি জান্নাত। ছবি দুটি মুক্তি না পেলেও এরই মধ্যে দক্ষিণী ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

‌‘রংবাজ খিলাড়ি’ নামের ছবিটি ভোজপুরি ও তামিল ভাষায় মুক্তি পাবে। তার বিপরীতে আছেন রাকেশ ও বান্টি। ১৫ দিন থাইল্যান্ডে ছবিটির শুটিং করে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।

মিষ্টির প্রথম ছবি ছিল ‘লাভ স্টেশন’। বাপ্পীর বিপরীতে অভিষেক হয়েছিল তার। এরপর মুক্তি পায় চিনিবিবি।


মন্তব্য করুন