Select Page

হুমায়ুন আজাদের ‘১০,০০০ এবং আরও একটি ধর্ষণ’ থেকে চলচ্চিত্র

হুমায়ুন আজাদের ‘১০,০০০ এবং আরও একটি ধর্ষণ’ থেকে চলচ্চিত্র

কথাসাহিত্যিক হুমায়ুন আজাদের উপন্যাস ‘১০,০০০ এবং আরও একটি ধর্ষণ’ থেকে ছবি নির্মাণ করছেন সোহেল রানা বয়াতি। ইতিমধ্যে ছবির অভিনয়শিল্পী, শুটিং লোকেশনসহ প্রযোজনা-পূর্ববর্তী কাজগুলো সম্পন্ন করেছেন নির্মাতা। খবর প্রথম আলো।

হুমায়ুন আজাদ

সম্প্রতি ছবি নির্মাণের জন্য হুমায়ুন আজাদের পরিবারের লিখিত অনুমতি গ্রহণ করেছেন নির্মাতা। আপাতত উপন্যাসের নামেই ছবির নামকরণ করা হয়েছে। মুক্তির আগে প্রয়োজনে নামটি পরিবর্তন করা হতে পারে।

সোহেল রানা দেড়-দুই বছর ধরে কাজটি করার পরিকল্পনা করছেন। যার চিত্রনাট্য করছেন অপূর্ণ রুবেল।

তিনি বলেন, ‘স্যারের উপন্যাসটি নিয়ে সিনেমা বানানোর প্রস্তাব দিতে তাঁর পরিবারের কাছে যেতে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। গত শুক্রবার স্যারের স্ত্রী, কন্যাসহ পরিবারের সদস্যরা লিখিতভাবে আমাদের অনুমতি দিয়েছেন। সিনেমায় উপন্যাসের গল্প অক্ষুণ্ন রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা। সেটা মেনেই আমরা কাজটি করব।’

সিনেমা বানানোর জন্য হুমায়ুন আজাদের বইটি বেছে নিলেন কেন?

পরিচালক বলেন, ‘বাংলাদেশে যৌন হয়রানি বেড়েছে। স্যারের এই উপন্যাসে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদের ভাষাটি আমার খুব পছন্দ হয়েছে। এ ছাড়া এর আগে “জল ও পানি”, “সেলাই জীবন” ও “টিয়ার গপ্পো” নামে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলাম। এ ধরনের গল্প নিয়ে কাজ করতে আমার ভালো লাগে।’

রাজ রিপার সেলফিতে পরিচালক সোহেল রানা বয়াতি, ইফতেখার চৌধুরী

ছবিতে ধর্ষণের শিকার একজন নারীর চরিত্রে দেখা যাবে রাজ রীপাকে। মৌখিকভাবে ছবিতে অভিনয়ে সম্মত হয়েছেন রীপা। এ ছাড়া অন্যতম মুখ্য পুরুষ চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ওমর মালিক।

পরিচালক জানালেন, জানুয়ারি মাসে ফরিদপুর ও টাঙ্গাইলে দুই ধাপে হবে ‘১০,০০০ এবং আরও একটি ধর্ষণ’ ছবিটির শুটিং।


মন্তব্য করুন