হুমায়ুন ফরীদির শেষ ছবি
অনেকদিন ধরে মুক্তির জটিলতায় ঝুলে আছে হুমায়ুন ফরীদির শেষ ছবি ‘এক কাপ চা’। তবে চলতি সপ্তাহেই ছবিটির ছাড়পত্র পাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।
একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, কোরবানি ঈদের পরপরই এটি মুক্তি দেয়া হবে। এ নিয়ে আর কোন দ্বিধার অবকাশ নেই। নেয়ামুল আরও বলেন, মৃত্যুর কিছুদিন আগে এ ছবিতে হুমায়ুন ফরীদি ভাই অভিনয় করেন। এই ছবি নির্মাণে তার বড় অবদান রয়েছে। মূলত তার অনুরোধেই চিত্রনায়ক ফেরদৌস ভাই ছবিটি প্রযোজনা করেছেন। তাকে এ ছবিতে ডাক্তারের ভূমিকায় দেখা যাবে।
‘এক কাপ চা’ ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও মৌসুমী। এ ছাড়া রাজ্জাক, আলমগীর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইমন, নিপুণসহ সর্বমোট ২৭ তারকাকে অতিথি চরিত্রে দেখা যাবে। পরিচালক নেয়ামুল জানান, কোরবানির ঈদের পরপরই ছবিটি মুক্তি দেয়ার জোর প্রস্তুতি চলছে।