Select Page

‘হৃদয় দোলানো প্রেম’

‘হৃদয় দোলানো প্রেম’

18259_e6পরিচালক আবুল কালাম আজাদের পরিচালনায় নির্মীয়মাণ ‘হৃদয় দোলানো প্রেম’-এর বর্ণাঢ্য মহরত হয়ে গেল এফডিসি’র ৪ নম্বর ফ্লোরে। মহরতের মূল আকর্ষণ ছিল জেবিনের পরিবেশনায় একটি আইটেম গান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা শামসুল হুদা, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন, মহাসচিব মুশফিকুর রহমান গুলজারসহ অনেকেই।

টোকিও মুভিজের ব্যানারে নির্মীয়মাণ ‘হৃদয় দোলানো প্রেম’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আঁচল, নবাগত আসিফ, ফাইম, অঞ্জলি, রেহানা জলি, আঞ্জুমানআরা বকুল ও সুচরিতা।


মন্তব্য করুন