Select Page

হেডমাস্টারের অপেক্ষা

হেডমাস্টারের অপেক্ষা

59778_e4দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘হেডমাস্টার’ চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে অনেক আগে। এখন ছবিটি তথ্যমন্ত্রীকে দেখানোর অপেক্ষায় আছেন। তথ্যমন্ত্রী না দেখায় ছবিটি সেন্সরে দেয়া যাচ্ছে না।

‘হেডমাস্টার’ ছবিটি সরকারি অনুদানে নির্মীয়মাণ । এতে অভিনয় করেছেন আলমগীর, সুবর্ণা মুস্তাফা, কায়েস আরজু, বীথিসহ অনেকেই।

শুটিং ডাবিং এডিটিং ব্যাকগ্রাউন্ড সবকিছুই শেষ করে ঝন্টু তার ‘হেডমাস্টার’কে নিয়ে অপেক্ষায় আছেন তথ্যমন্ত্রীর জন্য। তথ্যমন্ত্রী ছবিটি দেখার জন্য সময় বের করতে পারলেই অপেক্ষার অবসান ঘটবে। পাওয়া যাবে অনুদানের শেষ পর্বের অর্থ।

আর তাতে করেই ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়বে ছাড়পত্রের জন্য। ছাড়পত্র পাওয়ার পর পাবে মুক্তি।

কিন্তু তথ্যমন্ত্রী ছবিটি কবে দেখবেন তা এখনো নির্দিষ্ট হয় নি।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন