Select Page

হ্যাকারের কবলে বাপ্পারাজ

হ্যাকারের কবলে বাপ্পারাজ

bapparaj

ফেসবুক নিয়ে বিপাকে পড়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। তার নামে আইডি খুলে নানা ধরনের রাজনৈতিক ও ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছে অজ্ঞাত ব্যক্তিরা।

প্রথমদিকে বিষয়টি জানার পরও বাপ্পারাজ তেমন আমলে নেননি। কিন্তু এক সপ্তাহ আগে নিজের ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে তখনই টনক নড়ে। পুরনো আইডি ফেরত না পেয়ে এরপর আরও একটি আইডি খুলেন।

কিন্তু হ্যাকারের চাতুরতার কারণে সম্প্রতি ব্যবহৃত আইডি বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ভীষণ ঝামেলায় পড়েন বাপ্পারাজ।

তার আগের আইডিটি হ্যাকারের দখলে এখনও চালু রয়েছে এবং সেখান থেকে রাজনৈতিক স্ট্যাটাস দেয়া হচ্ছে। এ নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় রয়েছেন এ চিত্রনায়ক।

এরই মধ্যে উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বাপ্পারাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আর আমি ফেসবুকে নেই। আমার নামে যেসব আইডি আছে সব ভুয়া। কেউ যদি ফেসবুকে বাপ্পারাজ নামক আইডির সঙ্গে বন্ধুত্ব করেন তার কোনো দায়দায়িত্ব আমার থাকবে না। আমি আর কোনোদিনই ফেসবুকে আসব না।’


মন্তব্য করুন