Select Page

হ্যাপীর সিনেমা ক্যারিয়ার অনিশ্চিত

হ্যাপীর সিনেমা ক্যারিয়ার অনিশ্চিত

HAPPY-NAZNINবিশ্বকাপ ক্রিকেট আর সিনেমার নায়িকা হ্যাপী অঙ্গাঅঙ্গিভাবে মিশে আছে। বাংলাদেশের খেলা মানেই হ্যাপী-তে ফেসবুকের নিউজফিড সয়লাব। সুর পাল্টেছেন হ্যাপীও। তার আই্নজীবী মামলা চালাবেন না এমনটি জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে, হ্যাপীও জানিয়েছেন মামলা চালাতে ইচ্ছুক নন তিনি। রুবেলকে বিয়ে করবেন না বলে জানিয়েছিলেন একসময়, এখন বলছেন রুবেল ছাড়া আর কাউকে বিয়ে করবেন না। বিশ্বকাপ ক্রিকেটে রুবেল ভালো খেলেছেন, কিন্তু সিনেমার নায়িকা হিসেবে হ্যাপীর ক্যারিয়ার কি?

সম্প্রতি বিডিনিউজ তাদের এক রিপোর্টে হ্যাপীর বরাত দিয়ে জানিয়েছেন তার সিনেমার ক্যারিয়ার নিশ্চিত। হ্যাপী বলেছেন, “আমার সিনেমার ক্যারিয়ার সত্যিই অনিশ্চিত। সিনেমাতে অভিনয় করবো কি না তা জানি না। কোনো নতুন সিনেমাও নেই হাতে। জানি না কি আছে কপালে। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি।”

হ্যাপী চলচ্চিত্রে আসেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা‘ চলচ্চিত্রের মাধ্যমে। তার অভিনীত এই একটি চলচ্চিত্রই মুক্তি পেয়েছে। কদিন আগে সেই ছবিটির সেন্সর সনদও কর্তৃপক্ষ বাতিল করেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার দ্বিতীয় সিনেমা ‘রিয়েল ম্যান’। প্রথম ছবিতে প্রধান নায়িকা ছিলেন মৌসুমী এবং শাবনূর, তবে দ্বিতীয় ছবিতে হ্যাপীই প্রধান নায়িকা।

রুবেলের বিরুদ্ধে মামলা দায়েরের পর হ্যাপী কোনো সিনেমারই শুটিং করেননি। বেশ কটি সিনেমার প্রস্তাব পেলেও পরে আর কথা এগোয়নি। ফলে হ্যাপীর সিনেমার ক্যারিয়ার বেশ অনিশ্চিত।


মন্তব্য করুন