Select Page

১৫ ছবিতে মিমকে ভাবা হচ্ছে

১৫ ছবিতে মিমকে ভাবা হচ্ছে

চলচ্চিত্রে পা রাখার পর থেকে বিদ্যা সিনহা মিমের ক্যারিয়ারকে সম্ভাবনাময় হিসেবে ধরা হচ্ছিল। গ্ল্যামার ও অভিনয়ের পারফেক্ট কম্বিনেশন রয়েছে তার। তা সত্ত্বেও ঝলসে উঠতে গিয়েও উঠছেন না। এবার বোধহয় সে খরা কাটছে। কালের কণ্ঠকে তিনি জানালেন, জানুয়ারি মাসে ১৫টি ছবির প্রস্তাব পেয়েছেন।

মিম জানান, একসঙ্গে এত ছবির শিডিউল দেওয়া তো সম্ভব নয়। তাই বেছে বেছে তিন-চারটি ছবিতে অভিনয়ের কথা ভাবছেন। ছবি বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন পাণ্ডুলিপিকে।

তিনি আরো বলেন, “আপাতত বাসায়ই আছি। ‘ভালোবাসা এমনই হয়’ ছবির প্রচারণা ছাড়া অন্য কোনো কাজে সময় দিচ্ছি না। বাকি সময়টায় শুধুই পাণ্ডুলিপি পড়ছি। এর মধ্যে চারটি পড়েছি। এ সপ্তাহেই বাকিগুলো পড়ব। যেটির গল্প ভালো লাগবে, চরিত্রে নতুনত্ব ও গুরুত্ব থাকবে, সেটিতেই অভিনয় করব। প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক ও সহ-অভিনেতার কথাও মাথায় রাখছি। ”

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মিমি অভিনীত ‘পাষাণ’ ও ‘দাগ’। এছাড়া ভালোবাসা দিবসের একটি নাটকে দেখা যাবে তাহসানের বিপরীতে।


মন্তব্য করুন