Select Page

১৫ বছর পর সেই জুটি

১৫ বছর পর সেই জুটি

এক সময় অসংখ্য সিনেমায় অভিনয় করেছিলেন আলেকজান্ডার বোমুনমুন। তাদের সিনেমা বা অভিনয় নিয়ে চর্চা হয়নি খুব একটা। কিন্তু অশ্লীলতার দাপটের কারণে লাইমলাইটে ছিলেন তারা। এবার প্রায় ১৫ বছর পর জুটি বাঁধছেন তারা।

জাগো নিউজ জানায়, হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ সিনেমায় নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করছেন আলেক-মুনমুন। এই ছবিতে আরেকটি জুটি হিসেবে দেখা যাবে সুমিত-আইরিনকে।

আলেকজান্ডার বো বলেন, ‘এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শেষও হয়ে গেছে প্রথম লটের শুটিং। অনেকদিন পর মুনমুনের সঙ্গে কাজ করলাম। দুজনই বেশ আনন্দ নিয়ে কাজ করেছি।’

শহীদুল ইসলাম খোকনের হাত ধরে সিনেমায় আসেন আলেকজান্ডার বো। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির নাম ‘লম্পট’। এ পর্যন্ত তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

অন্যদিকে মুনমুন ১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষিক্ত হন। এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমায় প্রথম কাজ করেন তিনি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী ডাকাত’, ‘আজকের সন্ত্রাসী’সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেন মুনমুন। বর্তমান সময়ের দেশ সেরা নায়ক শাকিব খানের প্রথম ব্যবসাসফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন। সিনেমাটির নাম ‘বিষে ভরা নাগিন’।

আলেকজান্ডার-মুনমুন ‘ক্ষ্যাপা’ নামের সিনেমার মাধ্যমে প্রথম জুটি বাঁধেন। এরপর ২০০৩ সালে ‘মহিলা হোস্টেল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। এটিই ছিল এই জুটির শেষ সিনেমা।


মন্তব্য করুন