Select Page

১৫-২০ লাখের সিয়াম জাজের ছবিতে নিচ্ছেন ১০০১ টাকা!

১৫-২০ লাখের সিয়াম জাজের ছবিতে নিচ্ছেন ১০০১ টাকা!

অনেক দিন ধরে নতুন ছবি নিয়ে খবরে নেই জাজ মাল্টিমিডিয়া। নতুন খবর দিতে সেখানে পাওয়া গেল সিয়াম আহমেদ ও তার নামমূল্য পারিশ্রমিক নিয়ে চমক!

আরও জানানো হয়, জাজের প্রস্তাবের পর অনেকেই জিজ্ঞাসা করে পারিশ্রমিক কত। সেখানে ব্যতিক্রম নুসরাত ফারিয়া।

বেশ আগেই রায়হান রাফীর পরিচালনায় ‘রাস্তা’ শিরোনামের ছবির কথা বলেছিল জাজ। সেই ছবি শুটিং ফ্লোরে যাচ্ছে জানুয়ারি।

এর আগে ‘পোড়ামন  ২’ ও ‘দহন’ ছবিতে জাজ নেয় সিয়াম-পূজা চেরি জুটিকে। ‘রাস্তা’য় অবশ্য পূজা থাকছেন না।

প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে বলা হয়, জাজ এই করোনা কালীন সময়ে বেশ কিছু দুর্দান্ত প্রজেক্ট তৈরি করে রেখেছে। তার একটা হলো ‘রাস্তা’। শুটিং জানুয়ারির এক তারিখ।

পারিশ্রমিক প্রসঙ্গে বলা হচ্ছে, সিয়াম প্রতি সিনেমাতে সন্মানি নেয় ১৫-২০ লাখ টাকা। কিন্তু জাজের ছেলে সিয়াম ‘রাস্তা’ সিনেমা বাবদ নিয়েছে ১,০০১ (এক হাজার এক) টাকা মাত্র । যেখানে জাজের অনেক ছেলে মেয়েরা আগেই জিজ্ঞাসা করে কত টাকা দেবেন ওই সিনেমার-ওয়েব সিরিজের জন্য (নুসরাত ফারিয়া ছাড়া)। এটা সিয়ামের প্রতিদান নাকি ভালোবাসা! না জাজের প্রতি সম্মান জানি না।


মন্তব্য করুন