Select Page

১৭ বছর পর পুলিশ…

১৭ বছর পর পুলিশ…

মনতাজুর রহমান আকবরের ‘কে আমার বাবা’ ছবিতে পুলিশ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পান পপি। এ ছবিতে প্রয়াত নায়ক মান্নার বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি মুক্তি পায় ১৯৯৯ সালে। এবার ১৭ বছর পর আবারো নতুন একটি ছবিতে পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পপি।

এ নায়িকা মানবজমিনকে বলেন, এবারের ঈদ খুলনায় দাদাবাড়িতে কেটেছে। একটু অসুস্থও ছিলাম। বর্তমানে ঢাকায় নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। ছবির নাম ‘রাজপথে আছি’। এখানে আমার চরিত্রের নাম শুভ্রতা। জাবেদ মিন্টুর পরিচালনায় এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান। এখানে পুলিশের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। আর ছবিতে বেশ অ্যাকশনও থাকবে। এর আগে মনতাজুর রহমান আকবর ভাইয়ের ‘কে আমার বাবা’ ছবিতে পুলিশ চরিত্রে অভিনয় করেছিলাম। ছবিটি মুক্তির পর বেশ প্রশংসা পেয়েছিলাম।

এদিকে পপি অভিনীত বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ তালিকায় আছে সাদ্দাম হোসেনের ‘বিয়ে হলো বাসর হলো না’, মিঠুর ‘মন খুঁজে বন্ধন’সহ বেশ কিছু চলচ্চিত্র। আর এবারের ঈদে পপি অভিনীত ‘মেন্টাল’ ও ‘অতি চালাকের গলায় দড়ি’ নামক নাটক এবং টেলিছবি ‘দুপুর আকাশে একলা চিল’ প্রচার হয়েছে।

চলতি মাসেই ‘রাজপথে আছি’ নিয়ে ক্যামেরার সামনে হাজির হবেন পপি।


মন্তব্য করুন