Select Page

১৮ কেজি ওজন কমিয়েছেন বাঁধন, তবে কি সিনেমা?

১৮ কেজি ওজন কমিয়েছেন বাঁধন, তবে কি সিনেমা?

‘ফিট থাকার জন্য নিয়মিত জিম করছি। খাবার গ্রহণে কিছু নিয়ম মেনে চলছি। দুই মাস আগে শরীর থেকে ১৩ কেজি কমিয়েছিলাম। এখন কমেছে আঠারো কেজি।’ সম্প্রতি যুগান্তরকে এক সাক্ষাৎকারে এ কথা বললেন আজমেরী হক বাঁধন।

শোনা যাচ্ছে ছোটপর্দার এ জনপ্রিয় নায়িকা আবারো সিনেমায় যুক্ত যাচ্ছেন।

এটা কী তাহলে সিনেমার জন্য প্রস্তুতি?— বাঁধন বলেন, ‘শুধু সিনেমার জন্য প্রস্তুতি বললে ভুল হবে। শোবিজে কাজ করতে হলে এমনটি দরকার। তবে এটাকে সিনেমার জন্যও প্রস্তুতি বলতে পারেন। এখন একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসছে। তবে আমি এখনও কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি।’

জাজের ‘দহন’ ছবিতে আপনি অভিনয় করছেন। এমন খবর সবার মুখে মুখে…। এমন প্রশ্নে সরাসরি জবাব দিলেন না বাঁধন।

তিনি বলেন, “সিনেমা নিয়ে আমার সঙ্গে দুইজন ভালো পরিচালকের কথা হয়েছে। তবে ‘দহন’ নামের ছবিতে এখনো সাইন করিনি। এ বিষয়ে এখন এর চেয়ে বেশিকিছু বলতে পারছি না। সবাই নিউজ করছে। কিন্তু এ বিষয়ে চূড়ান্তভাবে আমি কিছুই এখনো জানতে পারিনি।”

সিনেমা নিয়ে আরো বলেন, ‘আমাকে নিয়ে এখন যারা সিনেমায় কাজ করবেন তাদের অনেক সাহসী হতে হবে। আমাকে নিয়ে চরিত্রগুলো একটু ভিন্নভাবে ভাবতে হবে। বাঁধনকে যে কোনো চরিত্রে কাজ করানো যাবে এমনটি নয়, গ্ল্যামারার্স কিছু চিন্তা করতে হবে।’

উল্লেখ্য ২০১০ সালে বাঁধন অভিনীত ‘নিঝুম অরণ্যে’ মুক্তি পায়। এ সিনেমায় তার নায়ক ছিলেন সজল।


মন্তব্য করুন