Select Page

১৮ দিনে বায়স্কোপে ৫ কোটি মিনিট ‘প্রিয়তমা’

১৮ দিনে বায়স্কোপে ৫ কোটি মিনিট ‘প্রিয়তমা’

মুক্তির দুই মাসে ৪১ কোটির বেশি টাকার টিকিট বিক্রির দাবি করা ‘প্রিয়তমা’ ওটিটি প্লাটফর্মে নতুন রেকর্ড গড়েছে।

২২ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপ অ্যাপে ছবিটি মুক্তি পায়। ১৮ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে ছবিটি দেখে রেকর্ড সংখ্যক দর্শক। এই তথ্য জানিয়েছে বায়স্কোপ। তারা জানায়, মাত্র ৪০ ঘণ্টায় ১ কোটি, আর প্রথম ১৮ দিনেই ৫ কোটির বেশি মিনিট প্রিয়তমা দেখেছে দর্শক, যাকে দেশের ওটিটি ইতিহাসে মাইলফলক বলছেন কর্তৃপক্ষ।

বায়স্কোপ জানায়, সর্বকালের ইতিহাস ছড়িয়ে মাত্র ১৮ দিনে ৫ কোটি+ স্ট্রিমিং পেয়ে ‘প্রিয়তমা’ এখন দেশে সবার শীর্ষে! এখনও ছবিটি এই অ্যাপে দেখা যাচ্ছে।

আরশাদ আদনানের প্রযোজনায় ‘প্রিয়তমা’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। তিনি মনে করেন, বায়স্কোপে শুধুমাত্র বাংলাদেশ থেকে ‘প্রিয়তমা’ দেখা যাচ্ছে। যদি সারাবিশ্ব থেকে দেখা যেত এই রেকর্ড অন্য উচ্চতায় চলে যেতো।

অবশ্য ডিজিটাল মাধ্যমে শাকিব খানের জনপ্রিয়তা বরাবরই ছিল। যা ইউটিউবের ফ্রি কনটেন্টের দিকে তাকালে দেখা যায়।

অন্যদিকে ‘প্রিয়তমা’ ছবির ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়ার জাহিদ হাসান অভি দাবি করেন, গত পাঁচ বছরে অন্য ২০ সিনেমা থেকে তিনি যে পরিমাণ ব্যবসা পেয়েছেন, শাকিব খানের ‘প্রিয়তমা’র গানগুলো মাত্র দুই মাসে ইউটিউব, ফেসবুক তার চেয়ে বেশি আয় এনে দিয়েছে।


Leave a reply