Select Page

অবশেষে নতুন সিনেমায় শরিফুল রাজ, নাম ‘ওমর’

অবশেষে নতুন সিনেমায় শরিফুল রাজ, নাম ‘ওমর’

রায়হান রাফী পরিচালনায় ব্লকবাস্টার ‘পরাণ’ উপহার দিলেও নতুন কোনো সিনেমায় নাম লেখাননি শরিফুল রাজ। অবশেষে এক বছরের বেশি সময় পর নতুন কোনো সিনেমায় যুক্ত হলেন তিনি, নাম ‘ওমর’।

প্রায় পাঁচ বছর বিরতির পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বেশি কিছুদিন আগে ‘ওমর’-এর নাম ঘোষণা করলেও এতদিন সামনে আসেনি মূল চরিত্রের নাম।

এবার রাজ জানিয়েছেন, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা শরিফুল রাজ।

আজ শনিবার দুপুরে পরিচালক রাজ ফেসবুকে লিখেছেন, ‘“ওমর” সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি, তাঁর সঙ্গে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘‘ওমর’’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।’

এর আগে সিনেমার তিন অভিনয়শিল্পীর নাম জানিয়েছিলেন তিনি— শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। নাম ঘোষণা করলেও সিনেমায় তাদের কী ধরনের চরিত্রে দেখা যাবে, সেটা জানাননি নির্মাতা। শুধু জানিয়েছেন, ‘ওমর’ সিনেমায় তাদের তিনটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

নির্মাতা রাজ জানিয়েছেন, এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।। কুমিল্লা, সিলেট, কক্সবাজার, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলবে ওমর সিনেমার কাজ।

‘ওমর’ নির্মিত হচ্ছে খোরশেদ আলমের প্রযোজনায়, মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফিতে থাকছেন রাজু রাজ। আর সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।


মন্তব্য করুন