Select Page

অপহরণ চেষ্টার খবর জানতেন না পরী

অপহরণ চেষ্টার খবর জানতেন না পরী

pori-moni

কক্সবাজারে ‘রক্ত’র শুটিংয়ের সময় হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। গুজব ছড়িয়ে পড়ে সিনেমাটির নায়িকা পরী মনিকে অপহরণ চেষ্টার। তবে এ বিষয়ে কিছু জানতেন না বলে মন্তব্য করেন এ নায়িকা। ওই ঘটনার কিছুক্ষণ আগেই তিনি স্পট ত্যাগ করেন। পরে তিনি পুরো ঘটনা জানতে পারেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি চাইন্দায় অবস্থিত ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট ক্লাবে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন। হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করে।

জাজ মাল্টিমিডিয়া সংস্থার ব্যবস্থাপক মোহাম্মদ উজ্জ্বল জানান, ‘রক্ত’ চলচ্চিত্র নিয়ে জাজ মাল্টিমিডিয়া সংস্থার শুটিং চলছিল ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট ক্লাবে। এ সময় শুটিং দলের ২৪৫ জন কলাকুশলী ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুটিং শেষ হওয়ার মুহূর্তে ছয়-সাতজন দুর্বৃত্ত শুটিংয়ে বাধা দেয়। একপর্যায়ে শুটিংদলের সদস্যদের ওপর হামলা চালায় তারা। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করার সময় তিনজন আহত হয়। শুক্রবার এ ব্যাপারে রামু থানায় মামলা করা হয়।

উজ্জ্বল আরো জানান, হামলার আগেই স্পট ত্যাগ করেছিলেন পরী মনি। তাই তাকে অপহরণের চেষ্টা করার বিষয়টি সত্য নয়। তিনি এখন নিরাপদে আছেন।

স্থানীয়রা জানায়, যে স্থানে শুটিং চলছিল তা নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। সে কারণেই শ্যুটিং চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুপক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত কিছু দুষ্কৃতিকারী শ্যুটিংয়ে বাধা দেয়


মন্তব্য করুন