Select Page

২২ ডিসেম্বর আসছে ‘ভালো থেকো’

২২ ডিসেম্বর আসছে ‘ভালো থেকো’

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’। দি অভি কথাচিত্র প্রযোজিত ছবিটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে। গতকাল (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্ট থেকে ছবির নায়ক আরিফিন শুভ ও নায়িকা তানহা তাসনিয়া ফেসবুক লাইভে এসে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেন। সে সময় উপস্থিত ছিলেন দি অভি কথাচিত্র’র কর্ণধার জাহিদ হাসান অভি।

আরিফিন শুভ বলেন, ‘ভালো থেকো’র মুক্তি নিয়ে এতদিন দর্শক অপেক্ষায় ছিলেন। অবশেষে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হচ্ছে। আগামী ২২ ডিসেম্বর দেশব্যাপী ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ আছে পাশাপাশি পুরো ছবি জুড়ি দর্শকদের জন্য বিনোদনের সর্বোচ্চ উপাদানটিও রয়েছে। জাকির হোসেন রাজু স্যারের নির্মাণ সম্পর্কে দর্শক ভালোভাবে অবগত। এই ছবিতেও তার নির্মাণের নান্দনিকতা দর্শক দেখতে পাবেন। আশা করছি সবাই পরিবার নিয়ে হলে গিয়ে ছবিটি দেখবেন।

ছবিটিতে প্রথম জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও গ্ল্যামার গার্ল তানহা তাসনিয়া। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ।

ছবিটি নিয়ে তানহা তসনিয়া বলেন, আমি খুব উচ্ছ্বসিত। এতদিন ‘ভালো থেকো’র মুক্তির অপেক্ষায় ছিলাম। এখন মুক্তির তারিখ জানতে পেরে নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। কারণ, এই ছবিতে আমি গুণী নির্মাতা জাকির হোসেন রাজু স্যারের পরিচালনায় কাজ করতে পেরেছি। পাশাপাশি বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভর নায়িকা হয়েছি। আমার কাছে ছবির গল্প থেকে শুরু করে নির্মাণশৈলী অসাধারণ লেগেছে। ছবিটিতে আমাকেও দর্শক নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। সবমিলিয়ে বলতে পারি ‘ভালো থেকো’ দর্শকের মনের মতো একটি ছবি।

পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘সবসময় আমি চলচ্চিত্র নির্মাণ করি সাধারণ মানুষের জন্য, চলচ্চিত্রের দর্শকের জন্য। পরিবারের সব সদস্যরা একসঙ্গে হলে গিয়ে দেখার মতো ছবি আমি নির্মাণ করি। আপনারা চাইলে মা-বাবা, শ্বশুর-শাশুড়ি, ভাই-দুলাভাই, বোন-ভাবী কিংবা স্ত্রী-মনের মানুষকে নিয়ে একসঙ্গে বসে ‘ভালো থেকো’ ছবিটি দেখতে পারবেন। এই ছবিটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। আর সবচেয়ে বড় কথা ‘ভালো থেকো’ সম্পূর্ণ মৌলিক গল্পের একটি ছবি, যা দর্শকদের মনের মতো করে নির্মাণ করা হয়েছে।

গত বছর ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে ছবিটির কাজ শুরু হয়। এই ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, তানিন, রেবেকা, এম এ শহীদ এবং একটি বিশেষ চরিত্রে আসিফ ইমরোজ। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভী। ‘ভালো থেকো’ শুটিং হয় বাংলাদেশের মনোরম সব লোকেশনে। পাশাপাশি ছবিটির দুইটি গানের চিত্রায়ন করা হয়েছে নেপালে।


মন্তব্য করুন