Select Page

২২ বছরের বিরতি শেষে ঢাকাই সিনেমায়

২২ বছরের বিরতি শেষে ঢাকাই সিনেমায়

# ‘মধুর ক্যান্টিন’র মাধ্যমে ২২ বছরের বিরতি ভাঙছেন অঞ্জু ঘোষ
# ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ১৫ জানুয়ারি থেকে চলবে তার অংশের কাজ
# তার বিপরীতে অভিনয় করছেন ওমর সানী। আরও আছেন মৌসুমী ও সোহানা সাবা

ঘোষণা কয়েক মাসের পুরনো। এবার সত্যি হতে যাচ্ছে। ‘মধুর ক্যান্টিন’ ছবির মাধ্যমে অভিনয়ে ফিরছেন এক সময়ের সাড়া জাগানো নায়িকা অঞ্জু ঘোষ। ছবিটি পরিচালনা করবেন গুণী চলচ্চিত্র নির্মাতা সা্ইদুর রহমান সাইদ।

এই ছবির শুটিংয়ে অংশ নিতে জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকা আসছেন অঞ্জু ঘোষ। এ তথ্য জানান নির্মাতা সাইদ।

১৫ জানুয়ারি থেকে অঞ্জু ঘোষের ‘মধুর ক্যান্টিন’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। সাইদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘অঞ্জু ঘোষ জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা তাকে নিয়ে ১৫ জানুয়ারির দিকে শুটিংয়ে যাব। আশা করছি ছবিটির কাজ ভালো হবে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। ছবিটিতে মধুসূদন দে’র চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী।

এ ছাড়া মৌসুমী, সোহানা সাবা, পলাশ আলীসহ একঝাঁক শিল্পীকে দেখা যাবে সাইদুর রহমান সাইদের ‘মধুর ক্যান্টিন’ ছবিতে।

১৯৯৬ সালে অর্থাৎ দীর্ঘ ২২ বছর আগে কলকাতা প্রবাসী হন অঞ্জু। অসংখ্য ছবি ও যাত্রাপালায় অভিনয় করেন তিনি।

১৯৮২ সালে ফোক-ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী চলচ্চিত্রে আনেন তাকে। অঞ্জুকে নিয়ে তৈরি করেন ‘সওদাগর’ ছবি।

১৯৮৯ সালের ‘বেদের মেয়ে জোছনা’ চলচ্চিত্র তার সেরা কাজ। এটি ঢালিউডের সর্বকালের শীর্ষ আয়ের সিনেমা।


মন্তব্য করুন