Select Page

২৬ মে মুক্তি পাচ্ছে ‘আদিম’, বিক্রি হচ্ছে অগ্রিম টিকেট!

২৬ মে মুক্তি পাচ্ছে ‘আদিম’, বিক্রি হচ্ছে অগ্রিম টিকেট!

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রসহ একাধিক বিভাগে পুরস্কৃত ‘আদিম’ এবার দেশে মুক্তি পাচ্ছে। নির্মাতা যুবরাজ শামীম জানিয়েছেন, আসছে ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত করেছেন।

মজার বিষয় হলো, এরই মধ্যে নারায়ণগঞ্জের সিনেস্কোপে ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দেশে এর আগে কোনো ছবির টিকিট এত আগে বিক্রি হয়নি।

কতো হলে মুক্তি পাচ্ছে, এ নিয়ে এখনও নিশ্চিত নন নির্মাতা। তবে কৃতজ্ঞতা জানালেন নারায়ণগঞ্জের সিনেস্কোপ কর্তৃপক্ষের কাছে।

কারণ, ‘আদিম’ মুক্তি সামনে রেখে ইতোমধ্যে নিজ উদ্যোগে তারা সিনেমাটির প্রচারণা শুরু করেছেন। শুধু তাই নয়, অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে। যুবরাজ বলেন,‘আদিম’ এর জার্নি সম্পর্কে যারা অবগত আছেন, তাদের আন্তরিকতায় আমি আবেগাপ্লুত হয়ে পড়ি।

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।


মন্তব্য করুন