Select Page

২৭ অক্টোবর ‘ডুব’, প্রস্তুত তো!

২৭ অক্টোবর ‘ডুব’, প্রস্তুত তো!

অবশেষে জানা গেল বহুল প্রতিক্ষীত চলচ্চিত্র ‘ডুব’-এর মুক্তির দিনক্ষণ। ২৭ অক্টোবর ছবিটি মুক্তি পাবে। পাশাপাশি মুক্তি পেতে পাবে ভারত’সহ আরো কিছু দেশে। খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

এর আগে শোনা গিয়েছিল ৩ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। তখন গুঞ্জন উঠে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনকে (১৩ নভেম্বর) সামনে রেখে ‘ডুব’ মুক্তি পাচ্ছে।

‘ডুব’ প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। সহ-প্রযোজক হিসেবে আছেন ইরফান খান। গুঞ্জন উঠেছিল হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এ নিয়ে নির্মাতাকে বেশ ঝামেলা পোহাতে হয়েছে।

ইতোমধ্যে ছবিটি নিয়ে ভ্যারাইটি, দ্য হলিউড রিপোর্টার ও স্ক্রিন ডেইলির মতো আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ সিনে ম্যাগাজিনগুলোতে প্রশংসামূলক রিভিউ প্রকাশ হয়েছে।

ভ্যারাটিতে ফারুকীকে বাংলাদেশি সিনেমার ‘অনন্য কণ্ঠস্বর’ হিসেবে উল্লেখ করা হয়। একই সাথে ইরফান খান ও তিশার কথা আলাদা করে উল্লেখ করা হয়।

দ্য হলিউড রিপোর্টারে বলা হয়— ‘সর্বাঙ্গে আধুনিক ও ভালোবাসায়পূর্ণ চিত্তাকর্ষক বিচ্ছেদের গল্প।’ স্ক্রিন ডেইলি ‘সূক্ষ্ম ও সংবেদনশীল সিনেমা’ হিসেবে উল্লেখ করে, একই সাথে ‘চমকপদ দৃশ্যায়ন, শক্তিশালী কাস্ট ও শৈল্পিক সংগীত’-এর প্রশংসা করা হয়।

‘ডুব’ ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইনডিপেনডেন্ট জুরি’ পুরস্কার জিতেছে। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন গবলেট’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। আরো কিছু আন্তর্জাতিক উৎসবে অংশ নিতে যাচ্ছে বলে ফারুকী জানান।


মন্তব্য করুন