Select Page

৩০০ সিনেমা হল ডিজিটাল হবে

৩০০ সিনেমা হল ডিজিটাল হবে

চলচ্চিত্রের বিকাশের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় ৩০০ সিনেমা হল ডিজিটালাইজ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার অনুষ্ঠিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, ‘পর্যায়ক্রমে ৩০০টি সিনেমা হল ডিজিটালাইজ করা হবে। যারা সিনেপ্লেক্স নির্মাণ করবেন, তারা কর অব্যাহতি পাবেন। ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। আকাশ সংস্কৃতির যুগে প্রতিযোগিতায় তাল মেলাতে হলে, টিকে থাকতে হলে প্রযুক্তি গ্রহণ করতে হবে। সরকার এ ব্যাপারে সব রকম সহযোগিতা করবে।’

২০০৯ সালে বাংলাদেশে ডিজিটাল পদ্ধতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু হয়। এ ছাড়াও একটা ফিল্মসিটি করার জন্য মাস্টারপ্ল্যান করেছেন। এফডিসিকে আরো আধুনিকায়কন করা হবে। প্রতিবছর চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান বাড়ানো হচ্ছে। অনুদানের টাকাও বাড়ানো হবে। শিশুদের উপর চলচ্চিত্র নির্মানের দিকে বেশী গুরুত্ত্ব দেয়া হবে বলে তিনি জানান।


মন্তব্য করুন