Select Page

৩৮ বছর পেরিয়ে শাকিব খান

৩৮ বছর পেরিয়ে শাকিব খান

অগণিত ভক্তদের ভালোবাসা ও প্রত্যাশায় জড়িয়ে আছেন শাকিব খান। ২৮ মার্চ তার জন্মদিন। পার করছেন ৩৮ বছর। ১৯৭৯ সালের এ দিনে জন্মগ্রহণ করেন তিনি। সাম্প্রতিক সময়ে প্রতিটি ছবিতেই হাজির হচ্ছেন ভিন্ন লুকে। পেয়েছেন ঢালিউড কিং খান উপাধিও। আগামী দুই বছরে নায়কের হাতে নতুন কোনো ছবির শিডিউল নেই। সব মিলিয়ে সুসময়ে আছেন পুরোপরি।

কিন্তু দিনটি দেশে উদযাপন করতে পারছেন না তিনি। শুটিংয়ের জন্য সোমবার আবারও কলকাতায় উড়াল দিয়েছেন। দেশে জন্মদিনের কোনো আয়োজন না থাকলেও কলকাতায় শুটিং সেটে কাজের মধ্য দিয়েই দিনটি উদযাপন করবেন বলে জানিয়েছেন শাকিব খান।

এ প্রসঙ্গে কলকাতায় যাওয়ার আগে তিনি যুগান্তরকে বলেন, ‘ইচ্ছা থাকলেও এবার দেশে জন্মদিন পালন করতে পারছি না। কলকাতায় শুটিংয়ে একদিন উপস্থিত না থাকলে শিডিউলে অনেক সমস্যা হবে। ওখানেই হয়তো সাদামাটাভাবে দিনটি উপভোগ করব।’


মন্তব্য করুন