Select Page

৪০ লাখ টাকায় ‘ছুঁয়ে দিল মন’

৪০ লাখ টাকায় ‘ছুঁয়ে দিল মন’

4OftkPW

রেকর্ড পরিমাণ টাকায় স্যাটেলাইট স্বত্ত্ব বিক্রি করেছেন ‘ছুঁয়ে দিলে মন’ প্রযোজক। চ্যানেল আই ৪০ লাখ টাকায় কিনে নিয়েছে ছবিটির স্যাটেলাইট স্বত্ত্ব। পরিচালক শিহাব শাহীনের বরাত দিয়ে এমনটা জানিয়েছে ঢালিউড টুয়েন্টিফোর।

চলতি বছরের এপ্রিলে মুক্তির পায় ‘ছুঁয়ে দিলে মন’। সিনেমা হলের পাশাপাশি বিকল্প উপায়েও প্রদর্শিত হয় সিনেমাটি। এ ছাড়া দেশের বাইরেও প্রদর্শিত হয়। দর্শকদের প্রশংসাও পায় বেশ।

ছবিটি শেষ চমক হলো স্যাটেলাইট স্বত্ত্ব। আরিফিন শুভজাকিয়া বারী মমর ছবিটি চ্যানেল আইতে যেকোন উৎসবমুখর দিনে প্রচার হবে। তবে স্যাটেলাইট স্বত্ত বললেও অন্যান্য বিষয় পরিষ্কার করেনি অনলাইনটি।

সাধারণত চ্যানেল আইয়ে প্রচারিত সিনেমাগুলো ইমপ্রেসের বলে দাবি করা হয়। ‘ছুঁয়ে দিলে মন’ ইমপ্রেসের সিনেমা বলে প্রদর্শিত হবে কি-না জানা যায়। সে ক্ষেত্রে একে প্রচলিত অর্থে স্যাটেলাইট স্বত্ত্ব বললে ভুল হবে।

এর আগে ২৫ লাখ টাকায় স্যাটেলাইট স্বত্ত্ব বিক্রি করে রেকর্ড করে ‘মনের মাঝে তুমি’।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

Shares