Select Page

৬৫ লাখ টাকার ‘স্বপ্নের ঠিকানা’র আয় ১৯ কোটি টাকা

৬৫ লাখ টাকার ‘স্বপ্নের ঠিকানা’র আয় ১৯ কোটি টাকা

 ‘বেদের মেয়ে জোসনা’র পরপরই ঢাকাই সিনেমার ব্যবসাসফল সিনেমার দৌড়ে আছে ‘স্বপ্নের ঠিকানা’। সালমান শাহ ও শাবনূর অভিনীত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালের ঈদুল ফিতরে।

পোস্টারে পরিচালক হিসেবে এম এ খালেকের নাম থাকলেও ‘স্বপ্নের ঠিকানা’র সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিল্পী চক্রবর্তী। এ সিনেমার আয়ের তথ্য দিলেন এই নির্মাতা।

শিল্পী চক্রবর্তী বলেন, “সালমান শাহের স্টাইল তখনকার হিসাবে একেবারেই নতুন কিছু। ইন্ডাস্ট্রিতে তার মতো কেউ ছিল না। শাবনূরের সঙ্গে তার কেমিস্ট্রিও ছিল ভালো। বিশেষ করে ‘স্বপ্নের ঠিকানা’ করার পর এই জুটি টপে উঠে যায়। তারা এরপর তাদের পারিশ্রমিকও বাড়িয়ে নেয়। বাংলাদেশের ইতিহাসে ‘বেদের মেয়ে জোসনা’র পর ‘স্বপ্নের ঠিকানা’ সবচেয়ে ব্যবসাসফল ছবি। এই ছবি করতে খরচ হয়েছিল ৬৫ লাখ টাকা আর এটি ১৯ কোটি টাকার ব্যবসা করেছে।”

‘স্বপ্নের ঠিকানা’য় দেখা যায়, ধনীর ছেলে সালমান গরিবের মেয়ে শাবনূরের প্রেমে পড়ে। কিন্তু এক দুর্ঘটনায় সালমান স্মৃতি হারিয়ে ফেলে। এরমধ্যে বিদেশ থেকে আরেক ধনীর দুলালী সোনিয়ার আগমনে পুরো কাহিনী জটিল হয়ে ওঠে।

শুরুতে অল্প প্রিন্ট নিয়ে সিনেমাটি ঢাকার বাইরে মুক্তি পায়। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে হুড়মুড় করে বাড়তে থাকে প্রিন্ট।

*বিজনেস স্ট্যান্ডার্ডের ঈদের সিনেমা নিয়ে প্রতিবেদন অবলম্বনে


Leave a reply