Select Page

৬ দিনে ১০ লাখ টাকা

৬ দিনে ১০ লাখ টাকা

দেশের সবচেয়ে বড় সিনেমা হল যশোরের মনিহার। সেখানে প্রদর্শিত হচ্ছে ‘সুপার হিরো’। জানা গেছে, ৬ দিনে এ হলে সিনেমাটি ১০ লাখ টাকার বেশি ব্যবসা করেছে। যা আগের বছরগুলোর তুলনায় কম।

তবে চ্যানেল আই অনলাইন জানায়, এই আয়কে ‌‘সুপার হিরো’র জন্য ‘শুভ লক্ষণ’ বলে মনে করছেন হলটির ব্যবস্থাপক ও হিসাবরক্ষণ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন।

তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল এবার অনেক ক্ষতি করে দিয়েছে। সন্ধ্যা ও রাতের শোতে মানুষ আসতেই চায় না! তারপরেও শনিবার থেকে বৃহস্পতিবার এই ক’দিনে ১০ লাখ টাকার বেশি ব্যবসা করেছে ‘সুপার হিরো’।

তিনি বলেন, এই সময়ে এসেও এমন সেল, এটা আমাদের ব্যবসায়িক দিক দিয়ে খুবই ভালো। আর এ কারণে দু-সপ্তাহ চালাবো ‘সুপার হিরো’। দর্শকদের আগ্রহ থাকলে তো পরেও চলবে। ঈদ শেষে যশোরে মানুষ আসতে শুরু করেছে। বিশেষ করে শহরের অনেক শিক্ষার্থী আসেন ছবি দেখতে। তারাও ফিরতে শুরু করেছে। সবমিলিয়ে এ সপ্তাহেও ভালো যাবে আশা করছি।

‘সুপার হিরো’ ছবির প্রযোজক তাপসী ফারুক জানান, ঢাকার বাইরে যেসব হলে ছবি দিয়েছি এর মধ্যে মনিহারে খুব ভালো গেছে ‘সুপার হিরো’। সপ্তাহ শেষের আগেই ১০ লাখ টাকার বেশি আয় করেছে।

প্রযোজক তাপসী ফারুক জানান, ‘সুপার হিরো’ মুক্তির পরিকল্পনা ছিল ১৬০ সিনেমা হলে। শেষ সময়ে সেন্সর পাওয়ায় ৮০ হলে মুক্তি দেয়া সম্ভব হয়েছে। প্রথম সপ্তাহে ভালো ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহে নতুন করে ৩ টি হলে মুক্তি দেয়া হচ্ছে।

‘সুপার হিরো’তে অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলি, টাইগার রবি, তারিক আনাম খান, শম্পা রেজা প্রমুখ। ছবিটি নির্মাণ করেছেন আশিকুর রহমান।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares