Select Page

৯ সিনেমায় ডিপজল

৯ সিনেমায় ডিপজল

IM-1417005458

একইসঙ্গে ৯টি সিনেমা শুরু করবেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে সিনেমাগুলোর ঘোষণা দেবেন তিনি। রমজানের প্রথম সপ্তাহ থেকে কক্সবাজারে এ ছবিগুলোর আউটডোর শুটিংও শুরু করবেন।

এরই মধ্যে এফআই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করে ফেলবেন বলে জানালেন ডিপজল নিজেই। বললেন, এক ছবি বানিয়ে সেটা মুক্তি দিয়ে বসে থাকলে তো চলবে না, একসঙ্গে বেশ কয়েকটা ছবি বানাতে হবে। তাহলে ব্যবসাটা চলমান থাকবে।

ডিপজল মানবজমিনকে বলেন, ৯টি ছবির গল্প চূড়ান্ত করেছি। পরিচালক এবং নায়ক-নায়িকার ক্ষেত্রে নতুন চমক থাকবে। আমার বিপরীতেও থাকবে নতুন নায়িকা। বলা যায়, আমার প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্র আগের মতো করেই চলচ্চিত্র শিল্পে ফিরে আসবে।

সম্প্রতি ডিপজল নিজস্ব প্রযোজনা সংস্থার বাইরে জাজ মাল্টিমিডিয়ার ‘অনেক দামে কেনা’ ছবিতে অভিনয় করেছেন। জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবিতে ডিপজলের সঙ্গে রয়েছেন বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি ও তানহা। ছবির ডাবিংয়ের কাজ কিছুটা বাকি ছিল। গেল সপ্তাহে সেটুকুও শেষ করে দিয়েছেন।

 


মন্তব্য করুন