Select Page

‌উড়ে এসে জুড়ে বসেননি আফসারী

‌উড়ে এসে জুড়ে বসেননি আফসারী

malek-afsary

নামি পরিচালক মালেক আফসারী জানালেন, বাংলা চলচ্চিত্রে তিনি উড়ে এসে জুড়ে বসেননি। বরং ৬/৭ বছর শিখে তারপরই নির্মাণে নেমেছেন। কোনো ধরনের অপবাদ তাকে টলাতে পারবে না। নিজের মতো করেই এগিয়ে যাবেন।

৪ জুন রাতে আফসারী দীর্ঘ স্ট্যাটাস দেন ফেসবুকে। তবে তাতে কারো নাম উল্লেখ করেননি। সম্প্রতি নির্মাণে ছাড় না দিয়ে আলোচিত সিনেমা ‘রক্ত’ ছেড়ে দিয়েছেন তিনি। অন্যদিকে একটি অনলাইনে তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেন ‘ধামাকা’র প্রযোজক আমিন খান।

মালেক আফসারী লেখেন, ‘আমি উড়ে এসে জুড়ে বসি নাই। ঝাল মুড়ি খেয়ে এফডিসি’র তারের বেড়া আকড়ে ধরে টিকে গেছি এই সিনেমা জগতে।

পরিচালনা/ক্যামেরা/এডিটিং কাহিনী সংলাপ চিত্রনাট্য.. মানে সিনেমা বানাতে যা জানার দরকার সব শিখেছি ৬/৭ বছর রাত দিন। কারো দয়া বা টাকার জোরে না পরিচালক হয়েছি কাজ শিখে। ১৯৭৫ থেকে আমার এই পথ চলা। আমি সব সময় একা চলেছি। সিনেমার কোনো মিটিং-মিছিল বা দলাদলিতে আমি যাই না। ৩৬ বছরে সিনেমার একটি মানুষও পাবেন না যার সাথে আমার বিবাদ হয়েছে…। তবে কেন এমন খেলা খেলো আমার সাথে… হে বন্ধু!!!?

এই সিনেমায় এমন কোনো স্টার আছে যে বলতে পারবে— আমি তার কাছে ধর্না দিয়েছি। সবাই জানে আফসারী কাজ ছাড়া আর কিছু বুঝে না। তাই আমার কাছে আসে আমাকে ভালোবাসে। এই ভালোবাসা আমি সারাজীবন পাবো, তুমি আটকাবে কি করে হে বন্ধু?’

মালেক আফসারী হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ইতোমধ্যে ‘অন্তর জ্বালা’ সিনেমার ৫৯ দিনের শুটিং শেষ করেছেন। বাকি ১৫ দিনের শুটিং হবে কক্সবাজারে।


মন্তব্য করুন