Select Page

‌‘নায়ক’ হচ্ছেন বাপ্পী

‌‘নায়ক’ হচ্ছেন বাপ্পী

bappy in Nayak MOvie

এক সময়ের হিট মেকার ইস্পাহানি আরিফ জাহান আবারো ছবি নির্মাণ করতে যাচ্ছেন। নতুন এ ছবির নাম ‘নায়ক’, যার মূল চরিত্রে আছেন বাপ্পী চৌধুরী। খবর জাগো নিউজ।

জাদুকাঠি মিডিয়া প্রযোজনা করবে ‘নায়ক’। ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘বাপ্পী চুক্তিবদ্ধ হয়েছেন কয়েকমাস আগে। কিন্তু নায়িকা এখনো ঠিক হয়নি।’

তিনি জানান, বাপ্পীর বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় একমুখ। অপু বিশ্বাস, মাহি, মিম, ববি, পরীমনি এদের মধ্য থেকে যে কেউ কাজ করবেন। কিছুদিনের নায়িকার নাম চূড়ান্ত করা হবে।

আরো বলেন, ‘ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। তার সঙ্গে এখনো আলাপ হয়নি। আমার বিশ্বাস ছবির গল্প এবং তার চরিত্রটি জেনে মৌসুমী অভিনয় করতে সম্মতি জানাবেন। তাছাড়া আমাদের বহু সুপারহিট ছবিতে মৌসুমী আগে অভিনয় করেছেন।’

বিদ্রোহী বধূ, লাট সাহেবের মেয়ে, সুখের স্বর্গ, আমার বউ, তুমি সুন্দর, শত্রু ধ্বংস, মোস্তফা ভাই, গোলাম, ভিলেন, আমাদের সন্তান ও সন্ত্রাসী মুন্না’র মতো ব্যবসা সফল ছবি বানিয়েছেন ইস্পাহানি আরিফ জাহান। কয়েক বছর পর আবারও চলচ্চিত্র নির্মাণে আসছেন এ যুগল নির্মাতা।

তার ভাষ্য, ‘আমরা যারা পুরনো চলচ্চিত্র নির্মাতা আছি, ফিল্মের বাজারটা ঠিক ধরতে পারছি না। তাছাড়া আগের চিন্তাধারায় ছবি বানালে আর চলবে না। এতদিনে চলচ্চিত্রের বাজার ও দর্শকদের মতি-গতি বুঝলাম। দর্শক আসলে কেমন ধরনের ছবি পছন্দ করেন সেটা বুঝেছি। এ চিন্তা থেকে ‘নায়ক’ ছবিটি হবে একটি কোয়ালিটি সম্পন্ন ছবি।’

জানুয়ারি থেকে ‘নায়ক’-এর শুটিং শুরু হবে। এ ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল।

২০১৫ সালে মুক্তি পায় ‘গুন্ডা দ্য টেররিস্ট’। এ সিনেমায় ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় অভিনয় করেন বাপ্পী।


মন্তব্য করুন