Select Page

‘‌ভালোবাসলে দোষ কি তাতে’

‘‌ভালোবাসলে দোষ কি তাতে’

45

সারাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভালোবাসলে দোষ কি তাতে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন খোকন রিজভী। ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে তৈরি হয়েছে ছবিটি।

অভিনয় করেছেন আরাব খান, জয় চৌধুরী, সুব্রত, নীড়, রেবেকো, পিন্টুরাজ, সোনিয়া, সাদিয়া, হিটলার রানা প্রমুখ।

গানের কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দীন হক। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, বেবী নাজনীন, বাঁধন, নওরীন ও আগুন।

ছবিটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি।


মন্তব্য করুন