Select Page

অনুদানের চেক নেয়ার দুই বছর পার, শাকিব খানের ‘মায়া’ ছাড়লেন হিমেল আশরাফ

অনুদানের চেক নেয়ার দুই বছর পার, শাকিব খানের ‘মায়া’ ছাড়লেন হিমেল আশরাফ

২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের সিনেমার জন্য ৬৫ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করার কথা হিমেল আশরাফের। অনুদানের প্রথম কিস্তির চেক নিলেও এখন পর্যন্ত সিনেমার শুটিং শুরু হয়নি।

গত বছর নির্মাতা জানিয়েছিলেন ‘রাজকুমার’ সিনেমার পর শুরু হবে মায়ার শুটিং, পরিবর্তন হবে সিনেমার নাম। এর মধ্যে গতকাল পরিচালক হিমেল জানালেন, মায়া থেকে সরে দাঁড়িয়েছেন তিনি, সেই সঙ্গে জানালেন শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কথা।

২০১৭ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’র এক প্রকার আড়ালে চলে গিয়েছিলেন নাট্য নির্মাতা হিমেল। শাকিবের সঙ্গে নানান সিনেমার আলাপ এলেও সেই আড়াল ভাঙতে সময় লেগেছে ছয় বছর গত বছর শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে দেখা পান সাফল্যের। তখন আবার আলোচনায় আসে ‘মায়া’। একের পর এক আপডেট আসে। এমনকি আরশাদ আদনানকে সহ-প্রযোজক হিসেবে পাওয়ার কথা শোনা যায়।

এর মাঝে শাকিবকে নিয়ে হিমেল আশরাফ নির্মাণ করেন ‘রাজকুমার’। কিন্তু সিনেমাটি ব্যর্থ হয়। এরপর কয়েক মাস নীরবতার পর জানালেন আগামী চার বছরে নির্মাণ করবেন দুটি সিনেমা। যার প্রথমটি বানাতে চান শাকিব খানকে নিয়ে। তবে হিমেলের এই পরিকল্পনায় জায়গা পায়নি শাকিবের সরকারি অনুদান পাওয়া মায়া।

তাহলে কি আর হচ্ছে না সরকারি অনুদানের সিনেমাটির কাজ? এর উত্তর জানা নেই হিমেলের কাছে। উল্টো মায়ার বিষয়টি ছেড়ে দিলেন প্রযোজক শাকিব খানের ওপর। হিমেল বলেন, ‘এই প্রজেক্টটাতে আমি আর নেই। শাকিব ভাই সিনেমার প্রযোজক, তিনি অনুদান পেয়েছেন। এ সিনেমা নিয়ে কী করবেন এটা তাঁর সিদ্ধান্ত।’

এ ছবির বাজেট সম্পর্কে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘মায়া’র বাজেট ৪ কোটি টাকা। এর মধ্যে ভিএফএক্সে খবর হবে প্রায় অর্ধেক।

শাকিব খান বলেন, বাণিজ্যিক ধারার ছবিগুলোকে সাধারণত অনুদান দেওয়া হয় না, এবার সেটার ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এটাকে সাধুবাদ জানাতেই হয়। সরকার যে টাকাটা দেবে, সেটা দিয়ে আসলে আমার ছবিটা হবে না। ‘মায়া’র বাজেট অনেক বেশি। শুধু ভিএফএক্সেই লাগবে দেড় কোটি টাকা। সব মিলিয়ে চার কোটি ছাড়িয়ে যাবে বাজেট। অনুদানের টাকাটা পাওয়ায় ভালোই হলো।

এ ছবির কাহিনি প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ বলেছিলেন, রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমা হবে ‘মায়া’। এর সঙ্গে থাকবে পিরিওডিক ব্যাপারও। চলতি বছরেই সিনেমার শুটিং শুরু করতে চান পরিচালক। পুরো কাজ হবে বাংলাদেশেই।

হিমেল আশরাফ সম্প্রতি নতুন দুটি সিনেমার কথা জানিয়েছেন, প্রথমটি বানাতে চান শাকিবকে নিয়ে। শুটিং শুরু করতে চান ২০২৬ সালে। হিমেল বলেন, ‘২০২৬ সালে যে কাজটি শুরু করব, সেটাতে শাকিব ভাইকে চাই। শাকিব ভাই এখনো কনফার্ম করেননি। চিত্রনাট্য প্রস্তুত হলেই তাঁর সঙ্গে আলোচনায় বসব। দুটি সিনেমাই তৈরি হবে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্পে।’

এদিকে শাকিব এখন ব্যস্ত ‘বরবাদ’ নিয়ে। যৌথ প্রযোজনার সিনেমাটি বানাচ্ছেন মেহেদী হাসান হৃদয়। চলতি মাসেই ভারতে শুটিং শুরু হওয়ার কথা। এ ছাড়া চলতি সপ্তাহেই রায়হান রাফী ঘোষণা দিয়েছেন, ঈদুল আজহায় শাকিবকে নিয়ে নতুন সিনেমা বানাবেন তিনি। তালিকায় আরও আছে ‘তুফান ২’। তাই মায়ার শুটিং যে সহসাই শুরু হচ্ছে না, তা বলাই যায়। খবর ঢাকা পোস্ট থেকে


মন্তব্য করুন