Select Page

ভারতীয় ‘হুব্বা’র অর্ধেক হলও পেল না ‘কাগজের বউ’ ও ‘শেষ বাজি’

ভারতীয় ‘হুব্বা’র অর্ধেক হলও পেল না ‘কাগজের বউ’ ও ‘শেষ বাজি’

বছর প্রথম দুই শুক্রবার ফাঁকা গেলেও আজ শুক্রবার (১৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে দুই ছবি ‘কাগজের বউ’ ও ‘শেষ বাজি’। এ দুটো ছবি পেয়েছে ২৬টি প্রেক্ষাগৃহে। পাশাপাশি মুক্তি পাওয়া ভারতীয় বাংলা ছবি ‘হুব্বা’ পেয়েছে দ্বিগুণের বেশি পর্দা ৬৩টি। এ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম।

সাধারণত উৎসব ছাড়া দেশের প্রেক্ষাগৃহে দুটির বেশি সিনেমা মুক্তির নিয়ম নেই। সেই হিসেবে ‘কাগজের বউ’ ও ‘শেষ বাজি’র তারিখ আগে থেকে নেয়া থাকলেও হুট করে মুক্তির মিছিয়ে ঢুকে গেছে ‘হুব্বা’। কিন্তু নিয়ম ভঙ্গ নিয়ে খুব একটা আলোচনা নেই ঢাকার সিনে বাজারে।

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’ ছবিতে অভিনয় করেছেন পরীমণি, ইমন ও ডিএ তায়েব। এ ছবি দেখা যাবে মাত্র সাত হলে। ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সনি স্কয়ার শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস এবং ম্যাজিক থিয়েটারে। ঢাকার বাইরে বাবু টকিজ (কিশোরগঞ্জ) ও সোনালী টকিজে (ঘোড়াঘাট)।

মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’তে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা ও বড়দা মিঠু। এ ছবি দেখা যাবে ঢাকায় স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, লায়ন সিনেমাস, ম্যাজিক থিয়েটার, আজাদ ও গুলশান সিনেমায়। ঢাকার বাইরে বিজিবি অডিটোরিয়াম – সিলেট, সঙ্গীতা ও চিত্রালি – খুলনা, পূরবী – ময়মনসিংহ, বনলতা – ফরিদপুর, মধুমতি – ভৈরব, ছন্দা – হাসনাবাদ, লাবনী – সাতক্ষীরা, সিনেমা প্যালেস – চট্টগ্রাম, মোহন – হবিগঞ্জ, পৃথিবী – জয়পুরহাট, অবকাশ – ফুলবাড়ি, চলন্তিকা – গোপালদী ও আনন্দ – কুলিয়ারচরে মুক্তি পাচ্ছে ‘শেষ বাজি’।


মন্তব্য করুন