Select Page

অনুদানের সিনেমা থেকে সরে গেলেন সুনেরাহ বিনতে কামাল

অনুদানের সিনেমা থেকে সরে গেলেন সুনেরাহ বিনতে কামাল

সরকারি অনুদানে নির্মিতব্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয় বাংলার ধ্বনি’ থেকে সরে দাঁড়ালেন সুনেরাহ বিনতে কামাল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ছবির মহরতে হাজির হয়নি নায়িকা। পরে শোনা যায় এ খবর।

সাবেক নৌপরিবহনমন্ত্রী এবং বর্তমানে সংসদ সদস্য শাজাহান খান এই সিনেমার কাহিনি লিখেছেন। এতে তিনিও অভিনয় করবেন। নায়ক হিসেবে আছেন নিরব হোসেন। পরিচালনা করছেন খ ম খুরশেদ।

চুক্তিবদ্ধ হয়েও মহরতের পর চলচ্চিত্রটি থেকে নিজেকে সরিয়ে নেয়ার কারণ হিসেবে সুনেরাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে চিত্রনাট্য এসেছিল সেটা পছন্দ হয়নি। কিন্তু পরিচালক জানিয়েছিলেন আপাতত চুক্তিপত্র সাইন করে রাখা হোক দু-একদিনের মধ্যে চিত্রনাট্য কারেকশন করে দেয়া হবে। তারপর যেটি দেয়া হয় সেটাও আমার পছন্দ হয়নি। এ কারণে পরিচালককে গতকালই না করে দিয়েছি।’

এদিকে কালের কণ্ঠকে বলেন, ‘আমি সাইনিং মানিও ফেরত দেব, এটাও বলেছি। কিন্তু নির্মাতা আমাকে প্রেসার দিচ্ছেন যে সিনেমাটি করতে হবে। এখন বলেন, এই অবস্থায় তো ওই সিনেমায় অভিনয় করা তো আরো সম্ভব না।’

এর আগে ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ। প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ছবিতেই তিনি জাতীয় পুরস্কার জেতেন। নুহাশ হুমায়ুনের প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মশারি’র নায়িকাও তিনি।

২০২১-২২ অর্থবছরে সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর।


Leave a reply