Select Page

অর্ষাকে ‘কাজটা হচ্ছে না’ বলে নেওয়া হলো পরীমনিকে

অর্ষাকে ‘কাজটা হচ্ছে না’ বলে নেওয়া হলো পরীমনিকে

সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নাটকের অরণ্য আনোয়ার। এ খবরে অনেকেই খুশি। কিন্তু টিভি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা জানালেন, তার সঙ্গে কথা চূড়ান্ত করেও চুক্তিবদ্ধ হলো পরীমনিকে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

জানা গেছে, অরণ্যর ‘মা’ শিরোনামের সিনেমায় অভিনয়ের জন্য গত ২৯ সেপ্টেম্বর চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। পরদিন গণমাধ্যমে খবরটি প্রকাশ হতেই অরণ্য আনোয়ারকে নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়েন অর্ষা।

তিনি দাবি করেছেন, তাকে জোর করে সিনেমায় অভিনয়ের জন্য রাজি করান অরণ্য। মিটিং করার তারিখও চূড়ান্ত করেন। এরপর হুট করেই আজ তাকে না করে দেন টেকনিক্যাল কারণ দেখিয়ে।

নাম উল্লেখ না করে নিজের পোস্টে অর্ষা লেখেন, ‘খুব সিনিয়র একজন পরিচালক, সবাই তাকে চেনেন। কিছুদিন আগে একটা সিনেমা করবেন বলে আমাকে নক করেন। তার ক্যারেক্টারটার জন্য আমাকেই লাগবে বলে জানান। আমি বললাম, এত হুট করে সিনেমার ডেট ম্যানেজ করা তো কঠিন। এরপর পরিচালক অনেক অনুরোধ করলে আমি রাজি হই। সব শিডিউল ঠিক করি, তিনদিন পর আমাদের মিটিং হওয়ার কথা। আজ উনি আমাকে বলেন, টেকনিক্যাল ইস্যুর কারণে কাজটা হচ্ছে না, ডেট ক্যান্সেল করতে হচ্ছে। পরে ডেট মিলাতে পারলে উনি আমাকে নক করবেন।

এই মেসেজটি পড়ার আগেই আমি নিউজ দেখলাম যে আমার পরিচালক গতকাল একজন জনপ্রিয় নায়িকাকে লক করেছেন তার সিনেমায়। হয়ে গেল না ব্যাপারটা হাস্যকর? আর শুটিং হবে জানুয়ারিতে কারণ এর আগে ওই নায়িকার ডেট ফাঁকা নেই।

কাজ নাই হতে পারে কিন্তু মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না, তবুও শুভ কামনা আপনার অসততা আর প্রথম সিনেমার জন্য।’

পোস্টে অর্ষা পরিচালকের নাম বলেননি। তবে গণমাধ্যমে পরিচালকের নামসহ বিস্তারিত উল্লেখ করেন।

তিনি বলেন, ‘১০-১৫ দিন আগে আমার সঙ্গে অরণ্য আনোয়ার একটি সিনেমার বিষয়ে কথা বলেন। সেখানে আমাকেই লাগবে বলে জানান তিনি। এরপর অক্টোবরের শেষের দিকে ছয়দিনের জন্য ডেট চান। এদিকে আমি এখন অন্য দুটি বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত আছি। এই মুহুর্তে হুট করে ডেট বের করাটা খুব কঠিন কাজ ছিল আমার জন্য।’

‘উনার অনুরোধে আমি ৮ দিনের ডেট ম্যানেজ করি। সেপ্টেম্বর ২৪ থেকে ২ অক্টোবর পর্যন্ত কাজ করার কথা। সেটা তাকে জানানোর পর তিনি আমার সঙ্গে ২-৩ দিনের মধ্যে মিটিং করবেন বলে জানান। এর মধ্যে তিনি আমাকে কিছুই জানাননি। আমি ফাঁকা সময় কাটিয়েছি।

কিন্তু আজকে দুপুরে আমি গণমাধ্যমে নিউজ দেখে জানতে পারি যে সেই সিনেমায় পরীমনি চুক্তিবদ্ধ হয়েছেন গতকাল। এরপর আমি পরিচালককে মেসেজ দিতে গিয়ে দেখি উনি আজ দুপুরে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছেন যে, কাজটি হচ্ছে না। এটা কোনো প্রফেশনালিজম হলো?’

‘মা’ সিনেমা সম্পর্কে জানা গেছে, একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার নিজেই। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে।

ডিসেম্বর পর্যন্ত পরীমনি শিডিউল ফাঁকা না থাকায় ছবির কাজ শুরু হবে জানুয়ারিতে।


মন্তব্য করুন