অ্যাডভেঞ্চার অব সুন্দরবন: সিয়াম-পরীর সঙ্গে একটু অন্যরকম ইমরান
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মিত হয়েছে সরকারি অনুদানে। এলো ছবির প্রথম গান …
ইমরান মাহমুদুল এ প্রজন্মের জনপ্রিয় গায়ক। তার গায়কীর বিশেষ একটা প্যাটার্ন প্রায় গানেই কানে লাগে। এবার সিয়াম আহমেদ ও পরীমনির কল্যাণে খানিকটা ব্যতিক্রমভাবে পাওয়া গেল তাকে।
‘তুই কি আমায় ভালোবাসিস’ শিরোনামের গানটি স্থান পেয়েছে আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায়।
গানটির কথা লিখেছেন শরীফ আল দীন। সুর বসিয়েছেন নাজির মাহমুদ; তার সঙ্গে মিলে সংগীতায়োজন করেছেন মুস্তাফিজুর রহমান চৌধুরী ইমন। গানের দৃশ্যে সুন্দরবনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে, খুনসুটি করতে দেখা গেছে সিয়াম ও পরীকে।
পরিকল্পনা ছিল, নায়িকার জন্মদিনে প্রকাশ হবে গানটি। কিন্তু সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় সেই পরিকল্পনা কিছুটা কাটছাঁট করা হয়। একদিন পরে অর্থাৎ মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে অনলাইনে উন্মুক্ত করা হয়েছে গানটি। তবে জন্মদিন পার্টিতে অবশ্য গানটি প্রদর্শন করা হয়েছিল বিশেষ উপহার হিসেবে।
গানটির গায়ক ইমরান মাহমুদুল ওই দিন সোশ্যাল মিডিয়ায় বলেন ‘দেশের অবস্থা ভালো না, তাই আপাতত গানটি প্রকাশ স্থগিত করা হোক।’ সে কথাই রাখলেন নির্মাতা।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মিত হয়েছে সরকারি অনুদানে। এর গল্প নেওয়া হয়েছে ড. মুহাম্মদ জাফর ইকবালের শিশুতোষ উপন্যাস থেকে। এতে সিয়াম-পরীর সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। আগামী ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।