আচমকা শাপলা মিডিয়ার সঙ্গে শাকিবের সমঝোতা
এক সময় শাপলা মিডিয়ার সঙ্গে একের পর এক ছবি করেছেন শাকিব খান। ওই সময় চলচ্চিত্র পরিবারের ১৮টি সংগঠন এ নায়ককে বয়কট করেছিল।
তাদের একসঙ্গে পাওয়া যায় ‘আমি নেতা হব’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’, ‘শাহেনশাহ’ ছবিগুলোতে। এ ছাড়া ‘বিদ্রোহী’ এখনো মুক্তির অপেক্ষায়।
মাঝপথে শাপলা মিডিয়ার প্রধান সেলিম খানের সঙ্গে মনোমালিন্য হয় শাকিবের। ওই সময় নানান ইস্যুতে আইনি নোটিশও দেওয়া হয় এক নম্বর নায়ককে।
শোনা যায়, এরপর প্রস্তাব পেলেও প্রতিষ্ঠানটির ছবি করতে অস্বীকৃতি জানান শাকিব। প্রতিষ্ঠানটি তখন শাকিবের পরিবর্তে কলকাতার নায়ক দেবকে নিয়ে ‘কমান্ডো’ ছবি শুরু করে।
এখন কালের কণ্ঠ জানাচ্ছে, অনেকটা হুট করে ৭ জানুয়ারি রাতে শাপলার সঙ্গে শাকিবের সমঝোতা হয়। প্রযোজক এম ডি ইকবালের মধ্যস্থতায় প্রতিষ্ঠানটির ছবিতে আবার কাজ করার সম্মতি দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘দেশীয় এই প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে অভিনয়ের জন্য ২০১৭-১৮ সালে পর পর তিনটি যৌথ প্রযোজনার ছবি ছেড়ে দিয়েছিলাম। তারা যেমন দুঃসময়ে আমার পাশে দাঁড়িয়েছিল, আমিও অল্প পারিশ্রমিকে তাদের কাজ করে দিয়েছি। যাই হোক, এখন আমাদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আবারও এই প্রতিষ্ঠানের নতুন ছবিতে অভিনয় করব।’