Select Page

‘আমাদের সব খারাপ, কলকাতার সব ভালো- বলার অভ্যাস ত্যাগ করুন’, জয়ের উপস্থাপনা প্রসঙ্গে দীপঙ্কর দীপন

‘আমাদের সব খারাপ, কলকাতার সব ভালো- বলার অভ্যাস ত্যাগ করুন’, জয়ের উপস্থাপনা প্রসঙ্গে দীপঙ্কর দীপন

প্রথম ‘ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডসে’ শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনা নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ সমালোচনা হয়েছে। এবার তার পক্ষ নিলেন ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন।

তিনি বলেন, ‘আমাদের সব খারাপ, কলকাতার সব ভাল, বলার অভ্যাস ত্যাগ করুন।’

তার সোশ্যাল মিডিয়া পোস্টটি এমন, “নাজিমের বিবিএফএ-এর উপস্থাপনা নিয়ে আমার কোন আপত্তি নেই। বরং উপস্থাপনায় নতুন কিছু করার জন্য উপস্থাপকরা আরো অনেক ফান করে। ফিল্ম ফেয়ারেই শাহরুখ , রানবীর শাড়ি পড়ে , মেয়েলী ভঙ্গিতে উপস্থাপনা করেছেন। নীল নীতিন মুকেশের সাথে ঝগড়া করেছেন, কারান জোহর কে ধুয়ে দিয়েছেন, কেন? ব্যাক্তিগত কারনে? না । সেই গত বাঁধা পুরনো উপস্থাপনায় নতুনত্ব আনার জন্য। অস্কারে ফান দেখেননি? মাত্রা টা আরো বেশী। ……

কথায় কথায় আমাদের সব খারাপ, কলকাতার সব ভাল, বলার অভ্যাস ত্যাগ করুন। পুরনো অভ্যাস, সহজে যাবেনা, চেষ্টা করুন।”

এর মধ্যে নির্দিষ্ট কয়েকটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক ইফতেখার চৌধুরী। সারাবাংলা ডটনেটের এক প্রতিবেদনে জবাবও দেন জয়।

অন্যদিকে দেবাশীষ বিশ্বাস ও আনজাম মাসুদ আলাদা আলাদাভাবে জয়ের সমালোচনা করলেও তিনি পাত্তা দেননি।


মন্তব্য করুন