Select Page

‘আসিফ ভাইয়ের জন্য গান তৈরির শখ অনেকদিনের’

‘আসিফ ভাইয়ের জন্য গান তৈরির শখ অনেকদিনের’

একসঙ্গে খুব একটা দেখা যায় না আসিফ আকবরহাবিব ওয়াহিদকে। এবার তাদের দেখা হলো, আড্ডা হলো অনেকটা সময়। সেখানে আসিফের জন্য গান তৈরির আগ্রহ দেখান হাবিব। খবর প্রথম আলো

বুধবার দুপুরে আসিফ ও হাবিবকে দেখা যায় রাজধানীর একটি রেস্তোরাঁয়। তারা এক হয়েছিলেন নতুন গানের সাফল্য উদযাপনে। আসিফের ‘আগুন’ ও হাবিবের ‘মিথ্যে নয়’ গান দুটি মুক্তি পায় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। আসিফ আকবরের ‘আগুন’ গানটি মুক্তির পাঁচ দিনের মাথায় ইউটিউবে ১০ লাখবার দেখা হয়েছে। আর হাবিবের ‘মিথ্যে নয়’ গানটি দেড় সপ্তাহে দেখা হয়েছে প্রায় ১৫ লাখবার। আড্ডার উপলক্ষ ছিল এটাই।

আড্ডার এক ফাঁকে হাবিবের সুরে একটি গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন আসিফ। সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যান হাবিব। বলেন, ‘আসিফ ভাইয়ের জন্য গান তৈরির শখ আমারও অনেক দিনের।’

হাবিবের কথা শেষ না হতেই আসিফ বলে উঠলেন, ‘বাংলাদেশের গানের বাজারে একটা নতুন ধারা তৈরি করেছে হাবিব। তার মিউজিক অসাধারণ।’

আসিফের নতুন গান ‘আগুন’-এর কথা উল্লেখ করে হাবিব বলেন, ‘এত কম সময়ে ইউটিউবে গানটি সাড়া ফেলেছে। গানটি আমিও দেখেছি। মাইন্ড ব্লোয়িং।’ আসিফও হাবিবের নতুন গান ‘মিথ্যে নয়’-এর সাফল্যকে স্বাগত জানান। বলেন, ‘হাবিবের সাউন্ড যেমন আলাদা, তার গায়কীও আলাদা।’

আড্ডার শেষে এসে নিজেদের নতুন গান দুটির সাফল্যের জন্য ফুলের তোড়া দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান দুজন। এরপর সেই রেস্তোরাঁয় বসেই আসিফ ও হাবিব ফেসবুক লাইভের মাধ্যমে ভক্তদের আড্ডায় যুক্ত করেন। তাদের সঙ্গে সেই আড্ডায় উপস্থিত ছিলেন ‘আগুন’ গানটির সুরকার ও সংগীত পরিচালক জুয়েল মোর্শেদ।


মন্তব্য করুন