Select Page

ইরিন জামান কথন

ইরিন জামান কথন

ইরিন জামানের প্রতিভার ব্যবহার তারপরেও কম হয়েছে …

‘ও চাঁদ তুমি দূরে যাও/ ও রাত তুমি সরে যাও/ মনের মানুষ আজ এসেছে কাছে/ আমি চুপি চুপি কিছু কথা বলব তাকে’

‘গরিবের রাণী’ ছবিতে মৌসুমী-র লিপে এই অনবদ্য রোমান্টিক গানের শিল্পী ইরিন জামান। প্লেব্যাক করেছিল এন্ড্রু কিশোরের সাথে। অভিনেত্রী মৌসুমীর ছোটবোন সে। তারপরেও নিজের আলাদা একটা পরিচিতি তৈরি করতে পেরেছিল ইরিন।

শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’-র নায়িকা ছিল ইরিন। দুজনেরই অভিষেক ছিল এ ছবিতে। কাকতালীয়ভাবে মৌসুমী ও ইরিন দুজনেরই চলচ্চিত্রে অভিষেক হয় পরিচালক সোহানুর রহমান সোহানের মাধ্যমে। শাকিব-ইরিন রোমান্স দারুণ জমেছিল। ছবিতে তাদের একটি গান তুমুল জনপ্রিয় হয়েছিল। গানটি ছিল –

‘তোমার ঐ মিষ্টি হাসি/ বড় যে বাংলাদেশী/ তাই তো এত বেশি/ তোমাকে ভালোবাসি/ এ ভালোবাসা চলবে/ সূর্য যতদিন জ্বলবে।’

এরপর আরো অভিনয় করে মেহের নেগার, সোনার ময়না পাখি, দজ্জাল শ্বাশুড়ী, মা আমার বেহেস্ত, হদয় আমার নাম, শ্রেষ্ঠ সন্তান, ঘাত-সংঘাত,  বিদ্রোহী  রাজা, উল্টোপাল্টা, খুনী বিল্লা, বাবাঠাকুর ছবিতে।

কিছু ছবিতে তাকে খোলামেলা দেখা গেছে। ‘মেহেরনেগার’ তার ক্যারিয়ারের সবচেয়ে ভার্সেটাইল ছবি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পে এ ছবিতে ফেরদৌসের প্রেমে পড়ে ইরিন। ফেরদৌস বাঁশি বাজালে বলে-‘আপনি শুধু বাঁশি বাজানোর জন্য বাঁশি বাজান না, আপনার বাঁশির সুর যে কোনো নারীর মনকে উতলা করে তোলে।’ অসাধারণ অভিনয় ছিল ইরিনের। এ ছবির ‘হলুদ গাঁদার ফুল’ নজরুলসঙ্গীতে ইরিনের নাচ প্রশংসনীয়।

‘গরিবের রাণী’ ছাড়াও ইরিন আরো প্লেব্যাক করেছিল ‘রূপসী রাজকন্যা, সুখের ঘরে দুখের আগুন, হৃদয় আমার নাম, আমি তোমাকে ভালোবাসি’ ছবিগুলোতে।

বেশকিছু মিউজিক ভিডিওতে কাজ করেছে ইরিন। নিজে পারফর্ম করেছে। ‘চাইলে তুমি’ অ্যালবামের পহেলা বৈশাখ নিয়ে ‘হৈ হুল্লোড়’ শিরোনামের গানটি খুবই দর্শকপ্রিয়তা পেয়েছে। এছাড়া ‘চাইলে তুমি’ গানটিতেও তার পারফরম্যান্স অসাধারণ। ‘মনিহার, মন চুরি করেছ, অলঙ্কার, ভালোবাসার স্বপ্ন’ এ গানগুলোতেও সে স্বতঃস্ফূর্ত।

কয়েকটি নাটকেও কাজ করেছে ইরিন। যেমন – পিছুটান, কাকতাল, লঙ্কাকাণ্ড।

বলতে গেলে বিনোদন ভুবনের বেশকিছু মাধ্যমেই ইরিন জামানের পদচারণা ঘটেছে। তার প্রতিভার ব্যবহার তারপরেও কম হয়েছে। বিশেষ করে চলচ্চিত্রে নির্মাতারা তাকে প্রথম সারির নায়িকাদের মতোই গড়ে তুলতে পারত। ইরিন তার কাজগুলোর মধ্যেই নিজের মতো দর্শকের মনে থেকে যাবে।


মন্তব্য করুন