ঈদের ছবি নিয়ে ইঁদুরদৌড়
ঈদে ছবি মুক্তি দেওয়া নিয়ে প্রযোজক–পরিচালকদের মধ্যে শুরু হয়েছে ইঁদুর দৌড়। এই দৌড়ের বিষয় হলো কে কতটা হলে বুকিং নিতে পারেন অথবা আগে সেন্সর সনদ পেতে পারেন। অন্যদিকে নির্মাতা ও তারকাদের মতো দর্শকরা এসব ছবির জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন।
যেসব ছবি মুক্তি পেতে পারে: বদিউল আলম খোকনের ‘মাই নেম ইজ খান‘ ছবিটি। এরপরই আছে পি এ কাজলের ‘ভালোবাসা আজকাল‘ ছবিটি। ছবিটির শুটিং–ডাবিং এরই মধ্যে শেষ হয়েছে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী‘ ছবিটিও ঈদে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন পরিচালক সাফিউদ্দীন। এদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া–ছবি‘ও ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। এছাড়া মুক্তির মিছিলে আছে অনন্ত‘র ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ও রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী‘।
অন্যদিকে ঈদে মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা‘ ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।গত সপ্তাহে ছবিটি রশুটিং, ডাবিং ও এডিটিং শেষ হয়েছে।
এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন ছবি পর্দায় গড়ায়।
সুত্র: কালের কন্ঠ