Select Page

ঈদের ছবি নিয়ে ইঁদুরদৌড়

ঈদের ছবি নিয়ে ইঁদুরদৌড়

2013-07-07-18-12-27-51d9af8b3d85b-06ঈদে ছবি মুক্তি দেওয়া নিয়ে প্রযোজকপরিচালকদের মধ্যে শুরু হয়েছে ইঁদুর দৌড়এই দৌড়ের বিষয় হলো কে কতটা হলে বুকিং নিতে পারেন অথবা আগে সেন্সর সনদ পেতে পারেনঅন্যদিকে নির্মাতা তারকাদের মতো দর্শকরা এসব ছবির জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন

যেসব ছবি মুক্তি পেতে পারেবদিউল আলম খোকনের  ‘মাই নেম ইজ খানছবিটি। এরপরই আছে পি কাজলের  ‘ভালোবাসা আজকালছবিটি। ছবিটির শুটিংডাবিং এরই মধ্যে শেষ হয়েছে। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীছবিটিও ঈদে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন পরিচালক সাফিউদ্দীনএদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজেরছায়াছবিঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। এছাড়া মুক্তির মিছিলে আছে  অনন্ত‘রনিঃস্বার্থ ভালোবাসা’ রাজ্জাক পরিচালিতআয়না কাহিনী

অন্যদিকে ঈদে মোস্তাফিজুর রহমান মানিকেরকিছু আশা কিছু ভালোবাসাছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।গত সপ্তাহে ছবিটি রশুটিং, ডাবিং এডিটিং শেষ হয়েছে। 

এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন ছবি পর্দায় গড়ায়

সুত্র: কালের কন্ঠ

 


মন্তব্য করুন