Select Page

ঈদে নাঈম-শাবনাজ

ঈদে নাঈম-শাবনাজ

untitled-2_233533

প্রায় দুই দশক ধরে চলচ্চিত্রের পর্দায় অনুপস্থিত নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি শাবনাজ-নাঈম। এক যুগ ধরে অনুপস্থিত টিভি পর্দায়ও। এমনকি সংবাদমাধ্যমকেও কোনো সাক্ষাৎকার দেন না।

তবে এবার ঈদে এই দম্পতিকে দেখা যাবে মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজনে।

ঈদের দিন ‘রাঙা সকাল’-এ দেখা যাবে তাদের। শনিবার এ পর্বটির শুটিং হয়। অনুষ্ঠানে তাঁরা বলেছেন কেন আর অভিনয় করছেন না, কোন ছবির শুটিং করতে গিয়ে দুজনের সম্পর্ক গড়ে ওঠে। অনুষ্ঠানে গিটার হাতে গানও করেছেন নাঈম।

‘রাঙা সকাল’ উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও জিয়ন।


Leave a reply