Select Page

শাকিব-শুভর প্রতিদ্বন্দ্বী সোহম

শাকিব-শুভর প্রতিদ্বন্দ্বী সোহম

soham-2

বাংলা চলচ্চিত্রে দেশী নায়কদের নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন বিদেশী নায়করা। মূলত কলকাতার নায়কদের কাস্ট করা নিয়ে প্রযোজক-পরিচালকদের মধ্যে প্রতিযোগিতা চলছে। এমনও শোনা যাচ্ছে একটি সিনেমায় দেবকে তিন কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও গড়পরতা বাংলা সিনেমার বাজেট এর তিন-তৃতীয়াংশেরও কম।

লক্ষণীয় হলো এ সিনেমাগুলো মূলত যৌথ প্রযোজনায় নির্মিত। এর নায়িকা যাচ্ছে বাংলাদেশ থেকে আর নায়ক কলকাতার। অন্যদিকে কলকাতার কয়েকটি সিনেমায় সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছেন বাংলাদেশের দুই-এক নায়িকা। অর্থাৎ, দেশীয় প্রযোজকদের ইচ্ছায় বা অনিচ্ছায় হোক যৌথ প্রযোজনা থেকে বাদ পড়ছেন ঢাকার নায়করা।

বাংলা সিনেমায় যুক্ত হওয়া কলকাতার নায়কের তালিকায় আছেন ইন্দ্রনীল, ওম, অঙ্কুশ ও সোহম। ওম ও অঙ্কুশকে মূলক জাজের ব্যানারে কাজ করতে দেখা যাচ্ছে। সে তালিকা হুট করে ঢুকে পড়েছেন সোহম। দুটি সিনেমায় যুক্ত আছেন তিনি। আরেকটিতে হতে যাচ্ছেন।

এর মধ্যে বর্তমানে থাইল্যান্ডে সজল আহমেদের ‘আমার প্রেম তুমি’ সিনেমার শুটিং চলছে। কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে মিমের বিপরীতে ‘রকেট’। এ সিনেমা পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ। এ ছাড়া সম্প্রতি ওয়াজেদ আলী সুমন তার নতুন সিনেমা ‘অঙ্গার’ এ সোহমকে অন্তর্ভুক্তির জন্য জাজ মাল্টিমিডিয়াকে বলেছে। ইন্দ্রনীল, ওম বা অঙ্কুশের তেমন জনপ্রিয়তা নেই বাংলাদেশে। অন্যদিকে ‘বোঝে না সে বোঝে’র মতো সিনেমায় অভিনয় করে সোহম বাংলাদেশ বেশ জনপ্রিয়।

সবমিলিয়ে কাছাকাছি সময়ে হয়ত সোহমের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে। যা সাধারণত দেশী নায়কদের ক্ষেত্রে হয়। বিদেশী নায়ক ও বাজেট বিবেচনায় প্রযোজকরা চাইবে বড় উৎসবে এ সিনেমাগুলো মুক্তি দিতে। মূলত একই সময়ে দেশীয় নায়কদের বড় বাজেটের ছবিগুলো মুক্তি পায়। ফলে শাকিব খানআরিফিন শুভ এখন শুধু নিজেদের মধ্যে নয়— সোহমের সঙ্গেও প্রতিদ্বন্দ্বীতা করবেন। যা একইসঙ্গে দেশীয় ও যৌথ প্রযোজনার সিনেমার লড়াইও বটে।


মন্তব্য করুন