‘একদম পারফেক্ট। সাবলীল। মেকি কিচ্ছু নেই।’
টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। সম্প্রতি দেখলেন রায়হান রাফির ‘পোড়ামন ২’। জানালেন মুগ্ধতার কথা। ফেসবুকে তিনি লিখেছেন-
“সিয়ামের সাথে আমার প্রথম কাজ ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে।আমার লেখা পরিচালনায় এই নাটকে সিয়াম এর সাথে ছিল মেহজাবিন আর জোভান।তারপর ওর সাথে আমি আরো ৬ টি নাটকে কাজ করেছি।ব্যাস এই পর্য্যন্তই।
পোড়ামন ২…আসলে কী লিখবো, কোথা থেকে লিখবো আমি জানিনা।তবে এটা ঠিক আমি কোন নেগেটিভ সমালোচনা লিখতে বসিনি।এত সাহস আমার নেই।আমি শুধুই আমার ভালো লাগার কথাই লিখতে বসেছি।সত্যিকার অর্থে আমি লিখতেই বসেছি শুধু মাত্র সিয়াম আহমেদ এর জন্য।
একটা কথা আমি সবার আগে বিশ্বাস করি তা হচ্ছে,
” আগে দর্শনধারী তারপর গুণ বিচারী।”
এটা আমার লিমিটেশন।
তাই প্রথমে পরিচালক রায়হান রাফি কে অভিনন্দন।
তাকে ধন্যবাদ এই কারণে যে,আমাকে বসে বসে কোন আতেল মার্কা সিনেমা দেখতে হয়নি।পুরাই বাংলাদেশের ভালোবাসার প্রেমের একটি ঝকঝকে সিনেমা আমি দেখেছি।
স্মার্ট নির্মাণ, ফটোগ্রাফি দারুণ।সব্বাই খুব খুব ভালো অভিনয় করেছেন। এরেঞ্জমেন্ট খুব ভালো।অনেক পরিশ্রমের ফসল।
লোকেশন তো মন ভরে গেলো!! আহ! আমার বাংলাদেশ!!
পূজার অভিনয় আমার প্রথম দেখা।
কী যে সুন্দর দেখতে!! কী যে অভিনয় করলেন তিনি!!
তাকে দেখতেও সুন্দর লেগেছে।
অনেক অভিনন্দন পূজাকে।।সত্যি মন ভরে গেলো।
সাঈদ বাবুকে আমি বলবো তিনি যেন এই নেগেটিভ চরিত্র কেই ফিল্ম এ বেছে নেন।দারুণ করেছেন তিনি।তাকেও অভিনন্দন।
হুম.. সিয়াম আহমেদ।ও মাই গড!! এটা আমি কী দেখলাম!!
সালমান শাহ আমাদের ফ্যামিলি বন্ধু ছিল।নীলা আন্টি আমাকে অনেক আদর করত! সৃষ্টি অডিও ভিশন আনাদের প্রোডাকশন হাউজ থেকে বিটিভির নাটক নয়ন এ সে অভিনয় ককরেছিল শমী আর তমালিকার সাথে।
কিন্ত সালমান শাহ মারা যাবার পর আমি অনেক বছর রেগুলার সিনেমা দেখতাম না। ভালো লাগতোনা।
কাউকেই মনের মত লাগতো না সব মিলিয়ে।স্মার্ট লাগতোনা।নাচ করলে হাসি পেতো।
তারপর অনেক বছর পর শাকিব খান এর সিনেমা দেখে মনে হলো,যাক একজন আমার দেশের হিরো এসেছে। শাকিব খান অভিনয় শিল্পী হিসাবে বাংলাদেশের গর্ব..
১৬ তারিখ ঈদের দিন সিয়ামের সিনেমা দেখে এখন পর্য্যন্ত শুধু ভেবেছি। লিখতে গিয়েও লেখা আসেনি। এ আমি কী দেখলাম!
সেই স্মার্টনেস, মার্জিত রুচিসম্পন্ন পোশাক, দারুণ অভিনয়,সব চেয়ে বড় কথা বেশির ভাগ ছেলেরাই নাচতে জানেন না।
আবার অনেকে নাচলে ক্ষ্যাতের মত লাগে,মেয়ে মেয়ে লাগে।
কিন্ত সিয়ামের ডান্স????
একদম পারফেক্ট। সাবলীল। মেকি কিচ্ছু নেই। সব মিলিয়ে ১০০/২০০ দিতে হবে তাকে।
এত সুন্দর এত্ত সুন্দর!!
সিয়ামের সব কলিগদের বলবো,তার পোড়ামন সিনেমা হলে গিয়ে দেখার জন্য। এবং গর্বিত হওয়া উচিত এই ভেবে যে, সিয়াম আহমেদ প্রথম সিনেমাতেই সবার মন জয় করেছে নিজ যোগ্যতায়। নিজের মেধা দিয়ে।
যাক এতদিন পর শাকিব খান এর পর একজন মনের মত হিরো এসেছে।অনেক অনেক খুশি আমি।আমি জানতাম সিয়াম পারবে।
অভিনন্দন জাজ মাল্টিমিডিয়া কে এবং পুরো টীম কে।
প্রতিটি মানুষ কে।
রায়হান রাফি আপনি সত্যি ভালো বানিয়েছেন।আর টুকটাক ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখ দিয়েই আমি দেখেছি।
জয় হোক বাংলা সিনেমার।
জয় হোক সত্যের।
জয় হোক সিয়ামের।
আমি মুগ্ধ সিয়াম..এত্ত ভালো সব কী করে হলো আমি ভাবিনি।কারণ,আমি জানতাম সিয়াম আহমেদ এর সিনেমা জয়ী হবে।
অনেক ভালোবাসা।
বাংলাসিনেমার জয় হোক।”