Select Page

এক সপ্তাহ পিছিয়ে মুক্তি পাচ্ছে ‘স্ফুলিঙ্গ’

এক সপ্তাহ পিছিয়ে মুক্তি পাচ্ছে ‘স্ফুলিঙ্গ’

তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাওয়ার কথা ছিল ১৯ মার্চ। কিন্তু শেষ মুহূর্তে নির্মাতা জানালেন বেশ কিছু জটিলতায় নির্ধারিত দিনে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।

এমন ঘোষণার পর বুধবার বেশ আলোচনা হয় নানা মাধ্যমে। এবার এলো নতুন তারিখের ঘোষণা। ছবিটি মুক্তি পাচ্ছে স্বাধীনতা দিবসে।

‘স্ফুলিঙ্গ’-এর ফেসবুক পেজে বৃহস্পতিবার বলা হয়, ১৯ মার্চ ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাবে না শুনে আশাহত হয়েছিলেন যারা, তাদের জন্য স্বস্তির সংবাদ, নিজের পরিচালিত সপ্তম সিনেমাটি মুক্তি দেয়ার জন্য স্বাধীনতা দিবসের দিনটিকেই বেছে নিয়েছেন তৌকীর আহমেদ।

এর আগে পিছিয়ে যাওয়া প্রসঙ্গে নির্মাতা বলেছিলেন, ‘আমাদের সেন্সর পেতে একটু দেরি হয়ে গিয়েছে। এ ছাড়া বেশ কিছু অনুমতি লাগে সিনেমা মুক্তি দিতে, সেগুলোতে… দ্রুতই আমরা নতুন মুক্তির তারিখ জানাব।’

গত ৯ ডিসেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ‘স্ফুলিঙ্গ’র ঘোষণা দেন তৌকীর। ১১ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে সিনেমাটির শুটিং শুরু হয়। টানা ২৩ দিনের মাথায় ৯৫ ভাগের মতো দৃশ্যধারণ সম্পন্ন করা হয়।

নির্মাতা জানান, ‘স্ফুলিঙ্গ’র গল্প গড়ে উঠেছে একটি ব্যান্ড দলকে ঘিরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হচ্ছে।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় ‘স্ফুলিঙ্গ’তে অভিনয় করেছেন পরী মনি, জাকিয়া বারী মম, রওনক হাসান, শ্যামল মাওলা, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, হাসনাত রিপন প্রমুখ।

 


Leave a reply