Select Page

এগিয়ে এসে মুক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’

এগিয়ে এসে মুক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’

কথা ছিল, ১৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘বিশ্বসুন্দরী‘। সেভাবেই এগোচ্ছিল সবকিছু। কিন্তু হঠাৎ করেই ছবি মুক্তির তারিখ এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী।

চয়নিকা বলেন, কৌশলগত কিছু কারণে ছবি মুক্তির তারিখ এগিয়ে আনা হয়েছে। ছবির শুটিং শেষ। ডাবিং ও সম্পাদনার কাজও ৭৫ ভাগ শেষ হয়েছে।

তিনি জানান, চলতি মাস অথবা নভেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ ছবিটি সেন্সরের জন্য জমা দেওয়া হবে। তিনি আশা করছেন, ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পাবে।

ছবির প্রযোজক সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রধান নির্বাহী অজয় কুমার কুণ্ডু প্রথম আলোকে বলেন, আমরা চেষ্টা করছি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ ডিসেম্বর “বিশ্ব সুন্দরী” মুক্তি দিতে চাই।

সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। তিনি বলেন, এই ছবির প্রচারণা নিয়ে আর দশটা ছবির থেকে একটু ভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দর্শকদের কাছে ছবিটি পৌঁছে দিতে চাই।

এ ছবিতে প্রথমবারের মতো পর্দায় জুটি হিসেবে নিয়ে আসতে চলেছেন সিয়াম আহমেদ ও পরী মনি।

গত ১৮ জুন ফরিদপুরে শুরু হয় ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং। এর আগে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নিজের চলচ্চিত্রের নাম ঘোষণা দিয়েছিলেন পরিচালক চয়নিকা চৌধুরী।

ওই সময় তিনি বলেছিলেন, চলচ্চিত্র নির্মাণ করার জন্য দীর্ঘদিন ধরে সবাই অনুরোধ করছিল। আমি নিজেও চেয়েছি এমন একটি চলচ্চিত্র নির্মাণ করতে, যা সব শ্রেণির দর্শকের মন ছুঁয়ে যাবে। দর্শক হাসবেন, কাঁদবেন, প্রেমের অনুভূতিতে ভাসবেন। কেন জানি এত দিন মনমতো গল্প পাচ্ছিলাম না। কারণ, এমন কোনো গল্প চেয়েছি, যা ড্রয়িংরুমের দর্শকদের প্রেক্ষাগৃহের দিকে নিয়ে আসতে বাধ্য করবে, সেই সঙ্গে যাঁরা নিয়মিত প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখেন, তাদের মনের খোরাকও যাতে জোগাতে পারি। আমার অসংখ্য নাটকের নাট্যকার রুম্মান রশীদ খান। বেশ কিছুদিন আগে তাঁর কাছ থেকে একটি গল্প শোনার পর রীতিমতো আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। তখনই মনে হয়েছে, আমি তো এমন গল্পই আসলে খুঁজছি।

ছবিটিতে আছেন আলমগীর, চম্পা, আনন্দ খালেদ, মনিরা মিঠুসহ আরও অনেকে।


মন্তব্য করুন