এগিয়ে যাচ্ছে ‘মৃত্যুপুরী’
শুটিং শুরুর কথা ছিল ২০১৪ সালে। নানা জটিলতায় আটকে ছিল এতদিন। অবশেষে অস্ট্রেলিয়ার সিডনিতে ১৪ সেপ্টেম্বর শুরু হয় ‘মৃত্যুপুরী’র শুটিং। এখন দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে চিত্রায়ন। ফেসবুকে তেমনিটি জানালেন আরিফিন শুভ। তার বিপরীতে আছেন প্রসূন আজাদ।
‘মৃত্যুপুরী’ পরিচালনা করছেন জায়েদ রেজওয়ান। ১১ সেপ্টেম্বর সিডনিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত চলবে ছবিটির শুটিং। এরপর আবারও ৮ অক্টোবর একদিন শুটিংয়ের মাধ্যমে ছবিটির ক্যামেরা ক্লোজ হবে। পুরো শুটিংই অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে করা হবে।
শুটিং শেষে আরিফিন শুভ দেশে ফিরবেন ৭ অক্টোবর। প্রসূন দেশে ফিরবেন ১০ অক্টোবর। বিদেশ বাংলা এবং বাজ ফিল্মের ব্যানারে এ ছবিতে শুভ ও প্রসূন ছাড়া বাংলাদেশের আর কোনো শিল্পীই থাকছেন না, বাকি সবাই অস্ট্রেলিয়ার।
পুরোপুরি এ্যাকশনধর্মী সিনেমাটির কাহিনী এক মন্দ মানুষকে নিয়ে। যে কিনা মন্দ হয়েও মন্দের বিরুদ্ধে লড়াইয়ে নামেন।
২০১৬ সালের প্রথমদিকে ইউএসএ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশে একসঙ্গে ‘মৃত্যুপুরী’ মুক্তি পাবে।