Select Page

এপ্রিলে ‘ঢাকা ড্রিম’

এপ্রিলে ‘ঢাকা ড্রিম’

বাসযোগ্যতা হারালেও প্রান্তিক মানুষদের জীবিকা ও নানাবিধ প্রয়োজনে ঢাকা শহরে আসা থামছে না। তেমনই কিছু মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত হলো চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’। ২০২০ সালের বাংলা নববর্ষকে সামনে রেখে ১০ অথবা ১৭ এপ্রিল ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা প্রসূন রহমান।

এটি পরিচালকের প্রস্তাবিত ঢাকা ট্রিলজির প্রথম কিস্তি। শুটিং শেষে ছবিটি এখন সম্পাদনার টেবিলে।

ট্রিলজির প্রথম কিস্তিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনীরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এসএম মহসিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, তৃষা রায়, এমিল, রানা, তাশফীসহ অনেকে।

ছবিটি প্রসঙ্গে প্রসূন রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী বাসযোগ্যতার দিক থেকে ঢাকা শহরের অবস্থান সবচেয়ে নিচে। এরপরেও এ শহরে মানুষের আসা থামছে না। কারণ, দেশের সবকিছুই ঢাকাকেন্দ্রিক। মূলত এই ভাবনা থেকেই আমি চেষ্টা করেছি একটি সম্পূর্ণ ও সম্পন্ন চলচ্চিত্র নির্মাণের। চলচ্চিত্রকে যদিও আমি ‘সিরিয়াস ওয়ার্ক অব আর্ট’ হিসেবে প্র্যাকটিস করি, তবু বিশ্বাস করি এর সঙ্গে বিনোদন অথবা চিন্তার কোনও বিরোধ নেই। ‘ঢাকা ড্রিম’ একই সঙ্গে স্বপ্নের ছবি, বিনোদনের ছবি, আবার চিন্তারও।’’

টিম ‘ঢাকা ড্রিম’২০১৬ সালে বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মাধ্যমে এ চলচ্চিত্রের কাজ শুরু হয়। এতে আরও গান গেয়েছেন কুমার বিশ্বজিতের সুর ও সংগীতে মমতাজ।


মন্তব্য করুন