Select Page

এবার ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ ২’

এবার ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ ২’

sosurbari-zindabad2

২০০১ সালে ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ’ মুক্তি পেয়েছিল। শাবনূর-রিয়াজ অভিনীত সিনেমাটি পরিচালনা করেন দেবাশীষ বিশ্বাস। পরের বছরই কলকাতায় রিমেক করেন হরনাথ চক্রবর্তী। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত ছবিটি সেখানেও ব্যবসাসফল হয়।

দীর্ঘ ১৬ বছর পর এই ছবির পরের কিস্তি নির্মাণ করতে যাচ্ছেন দেবাশীষ। ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ ২’ শিরোনামে ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড (আরটিভি)। বুধবার দুপুরে আরটিভির কনফারেন্স রুমে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়।

দেবাশীষ বলেন, ‘সিক্যুয়াল না এ কারণে বলছি, গল্পের মূল থিম একই কিন্তু আগের ছবির শেষ থেকে শুরু হচ্ছে না এটি। কিন্তু এটিও যেহেতু শ্বশুরবাড়িকে নিয়ে নানান ঘটনা নির্ভর ছবি তাই নাম একই দিয়েছি।’

আগের পর্বের মত এবারও থাকছে কমেডি-রোমান্টিক গল্প। কাহিনি লিখছেন মুম্বাইয়ের রুমি জাফরি। সংলাপ কলকাতা থেকে কাউকে দিয়ে লেখানো হবে বলে জানালেন দেবাশীষ। তিনি বলেন, ‘সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি। কোন রিমেক গল্প না।’

প্রথম পর্বে দেবাশীষকে সহয়তা করেছিলেন তার বাব বিখ্যাত পরিচালক দিলীপ বিশ্বাস। এবার তো এগুলোর কিছুই পাচ্ছেন না? ‘আগের ছবিতে বাবা আমাকে ধরে ধরে কাজ শিখিয়েছেন। ওই ছবি যতটুকু হয়েছে সবটুকুই তার কারণে হয়েছে। তাই একটু তো চিন্তা থেকেই যায়। তবে আমার চেষ্টার কমতি থাকবে না।’ বললেন দেবাশীষ।

রিয়াজ ও শাবনূরকে প্রথম পর্বে পেয়েছিলেন অভিনয়শিল্পী হিসেবে, এবার কাদের নিচ্ছেন? ‘কাদের নিচ্ছি এখনও জানি না। তবে চেষ্টা থাকবে শক্তিশালী অভিনয়শিল্পীদের নেওয়া। সেটা দেশ বা দেশের বাইরে থেকেও হতে পারে।’

‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ ২’ এর শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চে।


মন্তব্য করুন