এ ‘কবি’ কেমন কবি?
বাংলাদেশে কবি-সাহিত্যিক নিয়ে অনেক ধরনের ধারণা রয়েছে। বিশেষ করে তাদের চালচলন-আউটফিট নিয়ে প্রথাবদ্ধ কিছু ধারণা আছে। সে দিকে হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমার প্রথম পোস্টার দেখলে প্রশ্ন আসতেই পারে, এ কবি কেমন কবি?
গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রকাশ হয় ‘কবি’র ফার্স্টলুক। কালো-লাল শেডে নকশা করা পোস্টারে শরিফুল রাজকে একদম ভিন্ন অবতারে দেখা গেল। আগে করা যেকোনো চরিত্রের চেয়ে সিরিয়াস তিনি। কাচা-পাকা চুল-দাড়ি। মনে হচ্ছে তাকে ভিন্ন ভিন্ন বয়সে পাওয়া যাবে। সন্দেহজনক দৃষ্টিতে একপাশে তাকিয়ে আছেন। আর বিশেষভাবে চোখে পড়ে কানের দুলটি। সব মিলিয়ে আগ্রহ জাগাচ্ছে ‘কবি’।
অনেকদিন ধরে সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছিল। ‘সত্তা’ নিয়ে তিক্ত সব অভিজ্ঞতার পরই কল্লোলের প্রথম পছন্দ ছিলেন শাকিব খান। এ নিয়ে বিস্তর কথাও হয়েছিল কয়েক বছর। তবে শেষ পর্যন্ত স্থলাভিষিক্ত হলেন শরিফুল রাজ।
খুব একটা হৈচৈ না করেই দেশের বাইরে নিজের তৃতীয় সিনেমার কাজ শুরু করেন হাসিবুর রেজা কল্লোল। ১৪ ডিসেম্বর কলকাতায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। শরিফুল রাজের বিপরীতে রয়েছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। শিগগিরই এ ছবির বাকি শুটিং বাংলাদেশে হওয়ার কথা রয়েছে।
সিনেমাটিতে বাংলাদেশের অভিনেতা মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই অংশ নিয়েছেন।
গত মাসে রাজ বলেছিলেন,‘শুটিং শুরুর অনেক দিন আগে থেকেই আমি কলকাতায়। এখানে সিনেমাটির নানা বিষয় নিয়ে ওয়ার্কশপ করানো হয়েছে। সেই ওয়ার্কশপ শেষ করেই শুরু হয় শুটিং। এরপর বাংলাদেশের পার্ট শুরু হবে।’
পরিচালক নিজেই সিনেমাটির গল্প লিখেছেন।সংলাপ ও চিত্রনাট্য ফেরদৌস হাসানের। পোস্টার থেকে বোঝা যাচ্ছে, সিনেমাটি চলতি বছরে মুক্তি পাবে।
এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া কল্লোলের ‘সত্তা’ সিনেমায় লুক ও অভিনয়ের জন্য শাকিব খান প্রশংসিত হয়েছিলেন; পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। ‘সত্তা’য় শাকিবের নায়িকা হয়েছিলেন কলকাতার নায়িকা পাওলি দাম।
‘কবি’র পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে রাজ অভিনীত কাজলরেখা, ওমর ও দেয়ালের দেশ।