Select Page

মন্ত্রীর অপেক্ষায় ‘কাজলরেখা’, তারপর সিনেমা হলে

মন্ত্রীর অপেক্ষায় ‘কাজলরেখা’, তারপর সিনেমা হলে

এক দশক ধরে ‘কাজলরেখা’ নির্মাণের অপেক্ষায় ছিলেন গিয়াসউদ্দিন সেলিম। সরকারি অনুদানে সে সিনেমার শিকে ছিড়েছে সম্প্রতি। তবে পূর্ব ঘোষিত ভালোবাসা দিবসে সম্ভবত মুক্তি পাচ্ছে না চিরায়ত গল্পের অ্যাডাপ্টেশনটি।

জানা গেছে, ‘কাজল রেখা’র ভাগ্য ঝুলে আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ওপর। সরকারি অনুদানে নির্মিত হওয়া সেন্সর বোর্ডে জমা দেওয়ার আগে এটি তথ্যমন্ত্রী দেখবেন। এরপর সেন্সরে যাবে এবং ছাড়পত্র পাওয়া সাপেক্ষে মুক্তি।

কিন্তু গত মাস খানেক ধরেই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন বর্তমান মন্ত্রী হাছান মাহমুদ। তাই ছবিটি দেখার সময় পাননি। এদিকে নির্বাচন শেষ হলেও শপথসহ আরও বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। তাই নতুন মন্ত্রী দায়িত্বে আসা পর্যন্ত ‘কাজল রেখা’র মুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে পারছেন না সংশ্লিষ্টরা।

ছবিটির নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম জানিয়েছেন, ৯ ফেব্রুয়ারি তারা মুক্তির তারিখ ভেবেছিলেন। কিন্তু এখন সেটা পেছাতে হচ্ছে। অনিশ্চয়তার কারণে নতুন তারিখও চূড়ান্ত করতে পারছেন না। তবে ফেব্রুয়ারির শেষ নাগাদ ছবিটি প্রেক্ষাগৃহে আসবে বলে প্রত্যাশা করছেন তিনি।

‘কাজল রেখা’য় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, শরিফুল রাজ, খায়রুল বাসার, গাউসুল আলম শাওনসহ আরও অনেকে।

প্রায় চারশ বছর আগের ময়মনসিং গীতিকা অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। এরই মধ্যে ‘কাজলরেখা’ থেকে প্রকাশিত অভিনেতার ফার্স্টলুক ও একটি গানের অংশ বিশেষ দর্শকরা পছন্দ করেছেন।


মন্তব্য করুন